মানিকগঞ্জে কলেজছাত্রীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

পিবিএ, মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর উপজেলায় এক কলেজছাত্রীকে ধর্ষণের দায়ে মিজানুর রহমান নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশসহ ৫০ হাজার জরিমানা করেছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

বুধবার দুপুরে ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আলী হোসাইন এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত মিজানুর রহমান সদর উপজেলার পূর্ব মিতরা গ্রামের বাসিন্দা। রায় ঘোষণা সময় তিনি
ট্রাইব্যুনালে অনুপস্থিত ছিলেন। ট্রাইব্যুনালের সরকারি বিশেষ কৌসুঁলি (পিপি) নূরুল হুদা রুবেল জানান, বাড়ি থেকে কলেজে আসাযাওয়ার সময় ওই ছাত্রীকে উত্যক্ত করতেন মিজানুর রহমান।

২০০৬ সালের ২৪ ডিসেম্বর রাতে প্রকৃতির ডাকে ঘরের বাইরে বের হলে মিজানুর ওই কলেজ ছাত্রীর ওড়না দিয়ে তাঁর মুখ চেপে বাড়ির পাশে ধর্ষণ করেন। এই ঘটনার দুই দিন পর ভূক্তভোগী ছাত্রী বাদি হয়ে সদর থানায় মামলা করেন। ২০০৭ সালের ১৮ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা বিচারিক হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

ওই বছরের ৭ মার্চ মামলাটি ট্রাইব্যুনালে স্থানান্তরিত হয়। ঘটনার পর থেকে আসামি পলাতক রয়েছেন। এই মামলায় মোট নয় জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় ট্রাইব্যুনালের বিচারক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করেন।

পিবিএ/এমআইএম/জেডআই

আরও পড়ুন...