মানিকগঞ্জে ক্রিকেট লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত


পিবিএ,মানিকগঞ্জ: মানিকগঞ্জে খান রিয়াল এস্টেট প্রথম বিভাগ ক্রিকেট লীগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। খেলায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক, সংসদ সদস্য এ,এম নাঈমুর রহমান দুর্জয়।
শুক্রবার বিকেলে মানিকগঞ্জ শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে ফাইনাল খেলায় বয়েজ ক্লাবকে ১৯ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভিক্টোরিয়া ক্লাব।
নির্ধারিত ১৫ ওভারের খেলায় ভিক্টোরিয়া ক্লাব প্রথমে ব্যাটিং করে ৯ উইকেট হারিয়ে ৯৫ রান সংগ্রহ করে। জবাবে বয়েজ ক্লাব ৭৬ রান সংগ্রহ করে সবাই আউট হয়ে যায়। খেলায় ম্যান অব দি ম্যাচ হয় ভিক্টোরিয়া ক্লাবে আসিফ।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে ট্রপি তুলে দেওয়া হয়।
এসময় সংসদ সদস্য এম নাঈমুর রহমান দুর্জয়, জেলা প্রশাসক এস,এম ফেরদৌস, ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সুদেব কুমার সাহা, ক্রিকেট উপ কমিটির আহবায়ক গোলাম ছারোয়ার ছানু, খান রিয়াল এস্টেট প্রথম বিভাগ ক্রিকেট লীগের পৃষ্ঠপোষক মামুন খান উপস্থিত ছিলেন।

পিবিএ/এমআই/হক

 

আরও পড়ুন...