মানিকগঞ্জে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পদে বিএনপি’র স্বতন্ত্র মনোনয়ন পত্র দাখিল

 

মনিরুল ইসলাম মিহির, পিবিএ, মানিকগঞ্জ: পঞ্চম ধাপে অনুষ্ঠেয় উপজেলা পরিষদের নির্বাচনে মঙ্গলবার মানিকগঞ্জের সাত উপজেলায় চেয়ারম্যান পদে ২৬ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫৫ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৩৬ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।
রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় সূত্রে জানা গেছে, মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন আওয়ামীলীগ মনোনীত ইসরাফিল হোসেন, বর্তমান চেয়ারম্যান বিএনপি নেতা আতাউর রহমান (স্বতন্ত্র) জাকের পার্টি মনোনীত আকবর আলী। এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।
ঘিওর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন আওয়ামীলীগ মনোনীত হাবিবুর রহমান, বর্তমান চেয়ারম্যান বিএনপি নেতা খোন্দকার লিয়াকত হোসেন, জাসদের আফজাল হোসেন খান জকি, জাকের পার্টির শাহজাহান কবীর, আব্দুল আলিম খান মনোয়ার (স্বতন্ত্র), ফিরোজ আলম বাবু (স্বতন্ত্র ), বেনজির আহমেদ (স্বতন্ত্র)। এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।
দৌলতপুর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিল করেছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নূরুল ইসলাম রাজা, বর্তমান চেয়ারম্যান জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তোজাম্মেলক হক তোজা, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের ও আমিনুর রহমান। এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।
শিবালয় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামীলীগ মনোনীত রেজানুর রহমান জানু ও জেলা আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক সাবেক চেয়ারম্যান আব্দুর রহিম খান (স্বতন্ত্র)। এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৫ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।
সাটুরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোয়নপত্র দাখিল করেছেন আওয়ামীলীগ মনোনীত আব্দুল মজিদ ফটো ও বর্তমান চেয়ারম্যান বছির উদ্দিন ঠান্ডু (স্বতন্ত্র)। এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৮ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।
সিংগাইর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন আওয়ামীলীগ মনোনীত শহিদুর রহমান, জাকের পার্টির একেএম সায়েদুর রহমান, সাবেক চেয়ারম্যান মুশফিকুর রহমান হান্নান (স্বতন্ত্র), লুৎফর রহমান (স্বতন্ত্র) ও ওবায়দুর রহমান (স্বতন্ত্র)। এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।
হরিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন আওয়ামীলীগ মনোনীত দেওয়ান সাইদুর রহমান, সেলিম মোল্লা (স্বতন্ত্র) ও আলী হায়দার (স্বতন্ত্র) মনোনয়ন পত্র দাখিল করেছেন। এছাড়া পুরুষ ভাইস চেয়ানম্যান পদে ১১ জন ও নারী ভাইসচেয়ারম্যান পদে ৭ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।
আগামী ২৪ মার্চ তৃতীয় ধাপে মানিকগঞ্জের সাত উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
পিবিএ/ এমআইএম/জেডআই

 

আরও পড়ুন...