পিবিএ,মানিকগঞ্জ: মঙ্গলবার মানিকগঞ্জে স্বাস্থ্য সেবা সপ্তাহের উদ্বোধন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় আনুষ্ঠানিকভারে উদ্বোধন করার পর দুপুর ১২টার দিকে মানিকগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল চত্বরে সাতদিনব্যাপী সেবা কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক।
এই অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কর্ণেল (অব) মালেক মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. আনুসুজ্জামান, সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ, অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা, হাসপাতালটির ভারপ্রাপ্ত তত্বাবধায়ক ডা. আবুল আওয়াল, আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডাঃ লুৎফর রহমান, বিএমএ মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি পংকজ কুমার মজুমদার, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক রনজিৎ কুমার মন্ডল, সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল কর্মকর্তা ডা. সালমুন নাহার।
বক্তারা বলেন, বর্তমান সরকারের আমলে চিকিৎসা খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। এর সাথে জড়িত সকলকে আন্তরিকভাবে সেবা দেয়ার আহবান জানান তারা। সপ্তাহব্যাপী স্বাস্থ্য সেবা কাযৃক্রমের এই উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মানিকগঞ্জে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিক ও স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।
পিবিএ/এমআইএম/আরআই