মানিকগঞ্জে তারেক মাসুদ-মিশুক মনির স্মৃতি ক্যারাম টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

ক্যারাম
তারেক মাসুদ-মিশুক-মনির স্মৃতি ক্যারাম টুর্নামেন্ট
পিবিএ,মানিকগঞ্জ : প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও বিশিষ্ট সাংবাদিক মিশুক মুনীর স্মৃতি ক্যারাম টুর্নামেন্টের জাকজমকপুর্ণ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
মানিকগঞ্জের বানিয়াজুরীতে তারেক মাসুদ-মিশুক মুনীর স্মৃতি পরিষদ আয়োজিত মঙ্গলবার রাতে এই টুর্নামেন্ট শুভ উদ্ধধন করেন মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সুদেব কুমার সাহা।
ঘিওর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে এবং তারেক মাসুদ-মিশুক মুনীর স্মৃতি পরিষদের সাধারন সম্পাদক সাংবাদিক রিপন আনসারীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, মানিকগঞ্জ প্রেসক্লাবে সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারন সম্পাদক বিপ্লব চক্রবর্তী, বসুন্ধরা গ্রুপের আইন বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার পবিত্র সরকার, বানিয়াজুরী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোখতারুজ্জামান বাবু, বানিয়াজুরী বাসষ্ট্যান্ড বণিক সমিতির সভাপতি এস আর আনসারী বিল্টু।
ফাইনাল খেলায় রফিক-হৃদয় জুটি ফিরোজ-বাবুল জুটিকে ২-০ সেটে পারাজিত করে চ্যাম্পিয়ান হয়েছে। শত শত দর্শক আকর্ষনীয় খেলাটি উপভোগ করেন। ক্যারাম টুর্নামেন্টে মোট চারটি গ্রপে ৩২ জন খেলোয়ার অংশ নেয়।
পিবিএ/এমআইএম/জেডআই

আরও পড়ুন...