মানিকগঞ্জে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ওষুধ বিক্রির দায়ে ব্যবসায়ীর কারাদণ্ড

পিবিএ,মানিকগঞ্জ: মানিকগঞ্জে ঔষধের নির্ধারিত মূল্যের চেয়ে উচ্চ মূল্যে ওষুধ বিক্রির দায়ে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের ‘মডার্ণ্ ড্রাগ ষ্টোর’র ব্যবসায়ী রাজিব হোসেনকে ১ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৭ মে) দুপুরে মানিকগঞ্জ বাস স্ট্যান্ড এলাকায় নির্ধারিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে ঔষধ বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ক্রেতা সেজে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের ফার্মেসীতে ইফিডিন ও জি প্যাথিডিন (সিজারে ব্যবহৃত জরুরী ঔষধ) ঔষধ ক্রয় করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মানিকগঞ্জ এর সহকারী পরিচালক জনাব আসাদুজ্জামান রুমেল।

এ সময় ‘মডার্ণ্ ড্রাগ ষ্টোরে’ প্রতিটি ইফিডিন ঔষধের এম আর পি ২৫ টাকা থাকলেও রাখা হয় ৪০০ টাকা । এছাড়া ৬ টাকা ৮০ পয়সা মূল্যের প্রতিটি প্যাথিডিন ঔষধের দাম রাখা হয় ২৩৬ টাকা।

অভিযান পরিচালনা করে ১৫টি ইফিডিন ঔষধ জব্দ করা হয় এবং প্রতিষ্ঠানটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। বিষয়টি জেলা প্রশাসকে অবহিত করা হলে, তাঁর নির্দেশে তাৎক্ষণিক মোবাইল কোর্টের মাধ্যমে ভোক্তা অধিকার আইন, ২০০৯’র ৪০ ধারায় জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আলাওল ইসলাম অভিযুক্ত প্রতিষ্ঠানের মালিক ‘রাজীব হোসেনকে’ এ কারাদন্ড দেন‌ । এ সময় অভিযান পরিচালনাকালে বেশ কিছু প্রতিষ্ঠান ব্যবসায়ী মালিকদের সতর্ক করা হয় ।

এ অভিযানে সহযোগিতা করেন মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে আর এম ও, ডা. লুৎফর রহমান এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, মানিকগঞ্জ ।

পিবিএ /এস ইসলাম/এএইচ

আরও পড়ুন...