মানিকগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১, আহত ২০

Road-Accidentপিাবিএ,মানিকগঞ্জ: ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জে কলকাতাগামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন।

বৃহস্পতিবার (১৪ মার্চ) ভোরে শিবালয় উপজেলার মহাদেবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা গ্রীনলাইন পরিবহনের একটি বাস ভারতের কলকাতায় যাচ্ছিল। মানিকগঞ্জের মহাদেবপুর এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহত ১৫ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

পিবিএ/এসআই/এইচএইচ

আরও পড়ুন...