পিবিএ, মানিকগঞ্জ : মানিকগঞ্জ পৌর এলাকার পশ্চিম দাশড়ায় আল ফারুক বিন আশরাফ (২২) নামে এক মাদকসেবীকে আটকের পর কারাদন্ড দেওয়া হয়েছে।
ভ্রাম্যমান আদালতের বিচারক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: বিল্লাল হোসেন ওই অপরাধীকে মাদক আইনে ৩ মাসের কারাদণ্ড দেন।
কারাদন্ডপ্রাপ্ত আল ফারুক বিন আশরাফ দাশড়া এলাকার মৃত আশরাফ হোসেনের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে নিজ বাড়িতে নেশাগ্রস্ত অবস্থায় তাকে আটক করা হয়। এসময় তার কাছে ইনজেকশন পুশের মাধ্যমে নেশা করার জন্য সিরিঞ্জসহ অন্যান্য সরঞ্জাম পাওয়া যায়। তার মা-বোনের স্বীকারোক্তি এবং আটকের পর আসামিও দোষ স্বীকার করে। পরে ভ্রাম্যামাণ আদালতের বিচারক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। এরপর তাকে জেল হাজাতে পাঠানো হয়েছে।
স্থানীয়রাও জানায়, আল ফারুক বিন আশরাফ এলাকার চিহিৃত মাদকসেবী।
পিবিএ/মিহির/জেডআই