মানিকগঞ্জে বৃষ্টিতে ঈদের নামাজ পড়তে ভোগান্তিতে মুসল্লিরা

পিবিএ,মানিকগঞ্জ: বৈরী আবহাওয়ার কারণে মানিকগঞ্জে টানা বৃষ্টি নামায় পবিত্র ঈদ উল ফিতরের নামাজ পড়তে মুসল্লিদের বেশ ভোগান্তি পোহাতে হয়েছে । বুধবার (৫ জুন) সকাল হতে বৃষ্টি উপেক্ষা করে জেলার বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয় ।

মানিকগঞ্জে বৃষ্টিতে ঈদের নামাজ পড়তে ভোগান্তিতে মুসল্লিরা
ফাইল ফটো

জেলার ঘিওর উপজেলাধীন আশাপুর গ্রামের মসজিদের ইমাম মাওলানা আখি মিয়া জানান, সকাল থেকে টানা বৃষ্টি হওয়ার কারণে নির্ধারিত সময়ে মুসল্লিরা নামাজ পড়তে ঈদগা মাঠে আসতে বিলম্ব হয় । এ ছাড়াও বৃষ্টি অপেক্ষা করে কয়েকটি গ্রামের মানুষ একত্রে আশাপুর বাজার মসজিদ ঈদগা মাঠে নামাজ পড়তে আসেন। বৃষ্টির কারণে ঈদগা মাঠে জামাতে নামাজ পড়া সম্ভব হয়নি ।

এমতঅবস্থায় মসজিদের ভিতরে নামাজ পড়তে হয়। এ অবস্থায় স্বল্প জায়গা থাকায় নামাজ পড়তে মুসল্লিদের বেশ ঝামেলা পোহাতে হয়। তবে পর্যায়ক্রমে কয়েকটি জামাত এর মাধ্যমে ঈদের নামাজ সম্পন্ন করা হয়। প্রথম জামাত শুরু হয় সকাল ৯ টায়।

স্থানীয় টিপু সুলতান নামে এক মুসল্লি জানান, বুধবার (৫জুন) সকাল থেকেই একটানা বৃষ্টি শুরু হয়েছে । বৃষ্টি উপেক্ষা করেই এসেছি নামাজ পড়তে। আল্লাহ পাকের নির্দেশে সারা মাস ব্যাপী রোজা রেখেছি। বছর শেষে ঘুরে আসে মুসলমানদের সবচেয়ে বড় উৎসব এই ঈদ।

নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। আশাপুর বাজার মসজিদে ঈদের নামাজ আদায় করতে বৃষ্টির মধ্যেও আশ পাশের গ্রাম থেকে মুসল্লিরা ছুটে আসেন। তবে হঠাৎ করে মুসলধারে বৃষ্টি নামায় ভোগান্তিতে পড়তে হয় মুসল্লিদের। মঙ্গলবার দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় বুধবার (৫জুন) দেশব্যাপী উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর।

পিবিএ/এসআই/আরআই

আরও পড়ুন...