মনিরুল ইসলাম মিহির, পিবিএ,মানিকগঞ্জ: মানিকগঞ্জে এক স্কুল ছাত্রীকে অপহরণ করে ধর্ষণের দায়ে মো. মেহেদী হাসান নামের এক যুবকের যাবজ্জীবন কারাদন্ড ও দিয়ে নারী ও ৫০ হাজার টাকার অর্থদন্ড দিয়েছেন শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক।
সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ও মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আলী হোসাইন এই রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত মেহেদী হাসান মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চালা গ্রামের নাসির উদ্দিনের ছেলে।
রাষ্ট্র পক্ষের আইনজীবি বিশেষ পিপি এ,কে,এম নুরুল হুদা রুবেল জানান, স্কুলে যাওয়া আসার পথে ওই স্কুল ছাত্রীকে মেহেদী হাসান কু-প্রস্তাব দিতো। বিষয়টি অভিাভাবক ও শিক্ষকদের জানানো হলে এ বিষয়ে মেহেদীকে সতর্ক করে দেয়া হয়। কিন্তু তাতেও কাজ হয়নি। পরবর্তীতে ২০১২ সালের ২৪ নভেম্বর সকাল ৭টার দিকে স্কুলে যাওয়ার পথে মেহেদীসহ তার অজ্ঞাত পরিচয় ৫/৬ জন সঙ্গীর সহযোগীতায় একটি মাইক্রোবাসে করে ওই ছাত্রীকে অপহরণ করে ঢাকার মহাখালীতে একটি বাসায় আটকে রেখে মেহেদী তাকে ধর্ষণ করে। ২০১২ সালের ২ ডিসেম্বর হরিরামপুর থানায় একটি ধর্ষন মামলা দায়েরের পর তাকে আটক করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা ২০১৩ সালের ১০ জুনে কোর্টে অভিযোগপত্র দাখিল করেন। এই মামলায় মোট ৮জন স্বাক্ষীর স্বাক্ষ্য নেয়া হয়।
পিবিএ/এমআইএম/জেডআই