পিবিএ,মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা ইউনিয়নের বাঙ্গরা গ্রামে চতুর্থ শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার হয়েছে রুবেল ওরফে রুমেল নামের এক যুবক। রুবেল বাঙ্গরা গ্রামের মৃত তারা মিয়ার ছেলে। সে বেতিলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি পদে কর্মরত।
এঘটনায় নির্যাতনের শিকার ওই স্কুল ছাত্রীর বাবা মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা করেছেন। মামলার এজাহারে জানা যায়, স্থানীয় একটি কিন্ডারগার্টেনে চতুর্থ শ্রেণীতে পড়ুয়া ওই স্কুল ছাত্রীকে বাড়িতে প্রাইভেট পড়াতো রুবেল। গত এক বছর ধরে পড়ানোর সময় রুবেল ওই স্কুল ছাত্রীর স্পর্শকাতর স্থানে হাত দিত এবং এসব কথা কাউকে না বলার জন্য ভয় দেখাতো।
গত শনিবার সন্ধ্যায় রুবেল ওই স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালায়। ওই ছাত্রীর পরিহিত প্যান্টে রক্ত দেখে তার খালা তাকে জিজ্ঞাসাবাদ করলে সে বিষয়টি তার পরিবারের কাছে খুলে বলে। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। এদিকে রুবেলের পরিবারের পক্ষ থেকে ঘটনাটি চক্রান্ত বলে দাবী করেছে।
প্তার করেছে সদর থানা পুলিশ। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুজ্জামান বলেন, নির্যাতিতা মেয়েটির বাবার অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে সদর উপজেলার নালড়া এলাকা থেকে রুবেলকে গ্রেপ্তার করা হয়।
পিবিএ/এমআই/বিএইচ