মানিকগঞ্জে স্বাস্থ্যমন্ত্রীর পক্ষে দু:স্থদের বাড়িতে পৌছে দেওয়া হচ্ছে খাদ্যসামগ্রী

পিবিএ,মানিকগঞ্জ : করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় দু:স্থ মানুষের বাড়িতে স্বাস্থ্যমন্ত্রীর পক্ষ থেকে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।
শুক্রবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়ায় স্বাস্থ্যমন্ত্রীর নিজ এলাকার শুভ্র সেন্টার থেকে এই খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়।
বিতরণ কার্যক্রম শুরুর আগে মোবাইলে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেন, করেনা ভাইরাস ব্যাপকভাবে সংক্রমণ শুরু করেছে। তাই এই সময় জনগণকে জরুরী কাজ ছাড়া ঘরের বাইরে যাওয়া যাবেনা। জনগণ ঘরে থাকলেই করোনা ভাইরাস প্রভাব বিস্তার করতে পারবেনা। তাই তিনি মানিকগঞ্জসহ দেশবাসীকে নিরাপদে ঘরে থাকার জন্য বিনীত অনুরোধ জানান।
এসময় জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সহ-সভাপতি আব্দুল মজিদ ফটো, রমজান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা, শ্রম বিষয়ক সম্পাদক লিয়াকত আলী ভান্ডারি, সদর আওয়ামীলীগের সভাপতি ইসরাফিল হোসেন, সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সিফাত কোরাইশী সুমন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও স্বেচ্ছাসেবকলীগ নেতা ইরাদ কোরাইশী ইমন প্রমুখ উপস্থিত ছিলেন।
খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচির সমন্বয়ক আফসার উদ্দিন সরকার বলেন, স্বাস্থ্যমন্ত্রীর উদ্যোগে মানিকগঞ্জ-সাটুরিয়া উপজেলায় দুই হাজার দু:স্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। এটা চলমান প্রক্রিয়া। এরপরেই আরো খাদ্য সামগ্রী বিভিন্ন এলাকায় বিতরণ করা হবে। আজ আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হয়েছে। প্রত্যেক ইউনিয়নের করা তালিকার মাধ্যমে এই খাদ্য সামগ্রী দুঃস্থদের বাড়ি বাড়ি পৌছে দেওয়া হচ্ছে।

পিবিএ/মনিরুল ইসলাম মিহির/মোআ

আরও পড়ুন...