পিবিএ,মানিকছড়ি(খাগড়াছড়ি): ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে গণপূর্ত অধিদপ্তরের অধিনে সারাদেশে ৫৬০টি মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ প্রকল্পের অংশ হিসেবে মাটিরাঙ্গা ও মানিকছড়ি উপজেলায় মঙ্গলবার দুপুরে দু’টি ‘মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করে সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা।
মানিকছড়িতে এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপূর্ত বিভাগের খাগড়াছড়ি নির্বাহী প্রকৌশলী মো. নাহিদ পারভেজ, এস.পি সার্কেল মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ, জেলা পরিষদ সদস্য এম.এ, জব্বার, উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, সাবেক উপজেলা চেয়ারম্যান ম্রাগ্য মারমা, এম.এ. রাজ্জাক, বিশিষ্ট ব্যবসায়ী মো. ইকবাল চৌধুরী,ভাইস চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বাবুল ও ডলি চৌধুরানী, ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স সেলিম ব্রাদার্সের স্বত্তাধিকারী মো. সেলিম, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দীন, ছাত্রলীগ সভাপতি মো. আলমগীর হোসেন,সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামালসহ আ’লীগের অসংখ্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের প্রথমে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স সেলিম ব্রাদার্সের স্বত্তাধিকারী মো. সেলিম, পরে একে একে জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ অতিথিকে বরণ শেষে ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন প্রধান।
উল্লেখ্য যে, ধর্ম মন্ত্রণালয়ের অধীনে সরকার দেশ ব্যাপি জেলা- উপজেলায় ৫৬০টি ‘মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেন আ’লীগ সরকার। ৩ তলা ভীত বিশিষ্ট আরসিসি ফ্রেমের এ আধুনিক ভবনটি নির্মাণে প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ১২ কোটি ৩৮ লক্ষ টাকা। নির্মাণ কাজের মেয়াদ ধরা হয়েছে ২০২০ সালের ডিসেম্বর মাস।
পিবিএ/মো.জাকির হোসেন/জেডআই