মানিকছড়িতে সম্ভাবনাময় শিমুল আলু চাষ

মো. জাকির হোসেন,মানিকছড়ি: প্রকৃতির অপরুপ সৌন্দর্যের প্রতীক পার্বত্য জেলা খাগড়াছড়ি। চেঙ্গী নদীকে ঘিরে এ জেলার অবস্থান । এ জেলায় ছোট–বড়, উঁচু–নিচু অসংখ্য পাহাড় রয়েছে। এসব পাহাড়ে চাষকৃত হলুদ পৃথিবী বিখ্যাত। হলুদের পাশাপাশি ব্যাপকভাবে চাষ করা হচ্ছে আনারস ও আম্রপালি আম। এখন অপার সম্ভাবনা নিয়ে উঁকি দিচ্ছে শিমুল আলু চাষ।অনাবাদি উঁচু–নিচু পাহাড়ে এসব আলু খুব সহজে চাষ করা যায় বলে অনেকে আলু চাষে উদ্ভুদ্ধ হচ্ছেন। কম মুনাফা ও অল্প সময়ে ভালো ফলন পাওয়ায় কয়েক বছর যাবৎ মানিকছড়ির অনেক কৃষক শিমুল আলু চাষ করা শুরু করেছেন।

মানিকছড়ি উপজেলার গচ্ছাবিল এলাকার অদূরে এভাবে শতশত হেক্টর জমিতে শিমুল আলু চাষ যেকারো নজর কারবে। শিমুল আলু চাষে কৃষকদের উৎসাহিত করা হলে বিস্তৃত পাহাড়ে ফুটে উঠতে পারে একখন্ড বাংলাদেশ, খুলে যেতে পারে অপার সম্ভাবনার আরেকটি দুয়ার।

পিবিএ/এসডি

আরও পড়ুন...