পিবিএ,ঢাকা: রাজধানীর মানিকনগরে খালের পানিতে ভাসমান অজ্ঞাত পরিচয়ের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ২৭ বছর। লাশটি কিছুটা পঁচে গেছে। যুবকের পরনে ছিলো জিন্স প্যান্ট ও কালো গেঞ্জি।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। পরে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় মুগদা থানা পুলিশ।
ঢাকা মেডিকেল কলেজ মর্গে উপস্থিত মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) সুশীল চন্দ্র বর্মন পিবিএ,কে জানান, সকাল সাড়ে ৮ টার দিকে আমরা খবর পাই মানিকনগর আনন্দধারা ব্রিজের পশ্চিম পাশের খালের পানিতে এক যুবকের লাশ ভাসছে। পরে ঘটনাস্থলে গিয়ে পানি থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
তিনি জানান, লাশটি ডিকমপ্রোস। ধরাণা করা হচ্ছে ২/৩ দিন আগে তার মৃত্যু হয়েছে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়না তদন্তের পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে। তার পরিচয় অসনাক্তর চেষ্টা চলছে।
পিবিএ/এইচএ/হক