মানিকমিয়ায় গ্যাস লাইন বিস্ফোরণ : যান চলাচল বন্ধ

পিবিএ,ঢাকা: রাজধানীর মানিকমিয়া এভিনিউর আড়ং মোড়ে সড়কের মাঝ বরাবর গ্যাস লাইন বিস্ফোরিত হওয়ায় ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

বেলা সাড়ে তিনটার দিকে হঠাৎ গ্যাস লাইন বিস্ফোরিত হয়ে গ্যাস বের হতে দেখেন পথচারিরা। এসময় ওই স্থান দিয়ে যাওয়া দুটি গাড়িতে আগুন ধরে যায়।

এতে এক যাত্রী দগ্ধ হয়েছেন। তাকে হাসপাতালে নেয়া হয়েছে। ঘটনার পরপরই ট্রাফিক পুলিশ দুই দিক থেকে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এতে ওই এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে।

পিবিএ/বাখ

আরও পড়ুন...