পিবিএ ডেস্ক: কিডনি যকৃৎ অকার্যকর হয়ে পড়লে প্রতিস্থাপনের প্রয়োজন পড়ে। এ ক্ষেত্রে পুরো বিষয়টা নির্ভর করে দাতা পাওয়া না পাওয়ার উপর। তবে জাপানে নতুন একটি আইনে অন্য প্রাণীর দেহে মানুষের অঙ্গ তৈরীর অনুমতি দেয়া হয়েছে। বিজ্ঞানীরা বলছেন, গবেষণায় তারা মানুষের কাছ থেকে একটি কোষ নিয়ে প্রথমে এটিকে ইনডিউসড প্লুরিপোটেন্ট স্টেম কোষে ( আইপিএস) পরিণত করবেন। এই ধরনের কোষ বিভাজিত হয়ে নিজের বৈশিষ্ট্যসম্পন্ন অসংখ্য কোষ পাশাপাশি অন্য বৈশিষ্ট্যসম্পন্ন তৈরি করতে সক্ষম। বিজ্ঞানীরা কোষটি প্রাণীর ভ্রূণে স্থাপন করবেন। বিজ্ঞানের এখন অগ্ন্যাশয় নেই এমন ইঁদুরের ভ্রুন তৈরি চেষ্টা করছেন। এতে সাফল্য পেলে ওই ভ্রুণে আইপিএস সংযোজন করে মানুষের অগ্নাশয় সম্পূর্ণ ইঁদুর তৈরি চেষ্টা করবেন। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের বংশগতিবিদ্যা বিভাগের হিরোমিতসু নাকউচি এই গবেষণায় নেতৃত্ব দিচ্ছেন।
পিবিএ/বাখ