‘মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে কাজ করছে’: শরীফ আহমেদ

পিবিএ,ময়মনসিংহ: ‘জনবান্ধব বর্তমান সরকার তৃণমূল পর্যায়ে অসহায় মানুষের উন্নত জীবন যাপনের জন্য সমাজসেবা মন্ত্রণালয়ের অধীন বিধবা ভাতা, স্বামী পরিত্যাক্তা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, আশ্রয়ন প্রকল্পসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার মানুষের দোরগোড়ায় সেবা পৌছে দিতেই কাজ করছে,এ কাজে আরো গতিশীলতা আনতে প্রশিক্ষণের কোন বিকল্প নেই বলে মন্তব্য করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

শনিবার (০২ ফেব্রুয়ারি) ময়মনসিংহ নগরীতে সমাজসেবা কার্যালয়ের দক্ষ উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র সমন্বয় পরিষদের কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন তিনি।

ময়মনসিংহ জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আবু আব্দুল্লাহ মোঃ অলিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাইরুজ্জামান।এসময় আরো বক্তব্য রাখেন, বিভাগীয় সমাজসেবা অফিসের উপ-পরিচালক রকিব আহমেদ, সহকারী পরিচালক রাজু আহমেদ প্রমূখ।

এর আগে সমাজসেবা কর্মকর্তা ও কর্মচারীরা প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে কম্পিউটার প্রশিক্ষন কেন্দ্র পরিদর্শন করেন প্রতিমন্ত্রী।

পিবিএ/এআরবিবি/জেডআই

আরও পড়ুন...