মানুষের সমান বাঁধাকপি!

cabbage

পিবিএ ডেস্ক : বনসাই গাছে বড় আম, বা বিশাল আকার কুমড়ো, বা জাম্বো সাইজের গাজর। এসব নিয়ে একসময় মফসসলে প্রদর্শনী হত। হরেক কিসিমের সেসব সবজি, ফল দিয়ে কৃষিতে বিপ্লব ও রেকর্ড একই সঙ্গে গড়ে ফেলা মানুষদের তালিকায় নতুন সংযোজন হয়েছে অস্ট্রেলিয়ার এক দম্পতি। প্রায় নয় মাস ধরে কীটপতঙ্গ থেকে দূরে রেখে দৈত্যাকার বাঁধাকপি ফলিয়েছেন তারা। জ্যাকস মার্শের বাসিন্দা রোজেমারি নরউড ও তার স্বামী সিয়ান ক্যাডম্যান এক মানুষ সমান বড় বাঁধাকপি ফলানোর এই কৃতিত্বের যৌথ অংশীদার।

দম্পতি গত বছর তাদের ইকো-পর্যটন গেস্টহাউসে দৈত্যাকার সবজি ফলানো শুরু করেন। সিএনএনকে নরউড বলেন যে, ‘সব সময় এমন ফলনে সাফল্য আসে না। এই সাফল্যের অনেকখানিজুড়ে রয়েছে বেশ ভালো ও আর্দ্র বসন্তকাল। ভালো বৃষ্টিপাত এবং গ্রীষ্মকালের গোড়াতে বেশ ভালো গরম আবহাওয়া।’ অস্ট্রেলীয় এই দম্পতি এই বিশাল বাঁধাকপি ফলাতে জমির আশেপাশে অনেকখানি জায়গা দিয়েছিলেন যাতে নিজের ইচ্ছামতো, বড় জায়গাজুড়ে বাড়তে পারে এই সবজিটি।

পিবিএ/জিজি

আরও পড়ুন...