পিবিএ ডেস্ক: শরীরের কোথায় তিল থাকলে বুঝবেন, কে কেমন মানুষ? সহজে চিনতে পারবেন কাছের মানুষটি কেমন।
১. কপালের ডান দিকে- নাম, অর্থ, সাফল্য এঁদের সঙ্গী।
২. হাত- সাহসী। ভাল সিদ্ধান্ত নিতে পারেন।
৩. আঙুল- সাহসী। বাধার সম্মুখীন হতে পারেন অনায়াসেই।
৪. হাতের তালু- (ডান) সম্পদশালী হন। (বাঁ) ইমপালসিভ
৫. নাক- রগচটা, যে কোনও বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন। ফ্লার্ট করার প্রবণতা থাকে।
৬. গলা- ব্যক্তিত্ব প্রবল হয়।
৭. কাঁধ- বাস্তববোধসম্পন্ন, সংবেদনশীল, দায়িত্ববোধসম্পন্ন।
৮. ভ্রূর নীচে- বুদ্ধিমান, সৃষ্টিশীল।
৯. চোখ- (ডান) সহজে এঁরা উপার্জন করতে পারেন। (বাঁ) আগ্রাসী।
১০. কান- এঁরা বিশ্বাসী, এঁদের উপর নির্ভর করা যায়।
১১. থুতনি- ভারসাম্য থাকে জীবনযাপনে, সফল হন এঁরা।
১২. বাঁ গাল- এঁরা সাধারণত অন্তর্মুখী হন।
১৩. ডান গাল- সংবেদনশীল, কাব্যিক।
১৪. বুক- অলস। বৈভব এঁদের পছন্দ।
১৫. পা- এঁরা বেড়াতে ভালবাসেন।
পিবিএ/এফএস