পিবিএ, ওয়াশিংটন– ২০২০ সালের মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে লড়ার করার প্রস্তুতি নিচ্ছেন তুলসি গব্বার্ড। এ নিয়ে আলোচনাসভার আয়োজন করেছেন তিনি। তথা গত নির্বাচনের প্রার্থী হিলারি ক্লিন্টনের সাথে লড়ায় করেই তাকে ডেমোক্র্যাটদের রাষ্ট্রপতি প্রার্থীর টিকেট নিতে হবে।
জিততে পারলে তিনিই হবেন দেশটির প্রথম হিন্দু রাষ্ট্রপতি। শুধু লড়লেও সেদিক থেকে তিনিই প্রথম হবেন। ডেমোক্র্যাটদের হয়ে তাঁর নাম যাতে পদপ্রার্থী হিসেবে ঘোষণা হয় সেটা নিশ্চিত করতে চাওয়া হচ্ছে। তারই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার আমেরিকার বেশ কয়েকজন খ্যাতনামা ব্যক্তি উদ্যোগ নিয়েছেন। ইমেল করে তারা হিন্দু সম্প্রদায়ের মানুষদের এ ব্যাপারে জনমত তৈরির কথা বলছেন।
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, এ ব্যাপারে রবিবার কনফারেন্স করেছেন তিনি। রাষ্ট্রপতি নির্বাচনে যাতে তুলসি অংশ নিতে পারেন তার জন্য টাকা সংগ্রহের পরিকল্পনাও নেয়া হয়েছে। এছাড়া তাকে প্রযুক্তিগত দিক থেকে সাহায্য করার কথাও ভাবা হচ্ছে।
তুলসি ইরাকযুদ্ধের সময় কাজ করেন। ফিরে এসে এ নিয়ে চার বার মার্কিন কংগ্রেসে নির্বাচিত হয়েছেন তিনি। তবে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এখনও মুখ খোলেননি। তার সঙ্গে আরও ২০ জনের নাম আছে ডেমোক্র্যাটদের প্রার্থী হিসেবে উঠে আসছে। তার মধ্যে আছেন মার্কিন সেনেটর কামালা হারিশ।
পিবিএ/এমটি/এএইচ