মার্কিন সামরিক বাহিনীর ভিডিও বিশ্বাস করছে না মিত্ররা

মার্কিন সামরিক বাহিনীর সরবরাহ করা ভিডিও ফুটেজের ছবি

পিবিএ ডেস্ক: ওমান সাগরে দুটি তেলবাহী ট্যাংকারে হামলার বিষয়ে মার্কিন সরকার দাবি করছে ইরানি মাইন বিস্ফোরণে জাহাজে আগুন ধরেছে। কিন্তু মার্কিন সামরিক বাহিনী তড়িঘড়ি করে যে ভিডিও ফুটেজ প্রকাশ করেছে তা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। ব্রিটেন বাদে ইউরোপের বেশিরভাগ মার্কিন মিত্র দেশ ভিডিওর বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। এদিকে জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতারেস ওমান সাগরে দু’টি তেলবাহী ট্যাংকারে হামলার স্বাধীন এবং নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের ভিডিওতে দাবি করা হয়েছে, হামলার শিকার দুটি জাহাজের একটির কাছ থেকে ইরানি নাবিকরা একটি অবিস্ফোরিত মাইন সারিয়ে নিচ্ছেন। কিন্তু ইউরোপের দেশগুলো এ নিয়ে সন্দেহ প্রকাশ করেছে এবং এ অজুহাতে ইরান-বিরোধী কোনো যুদ্ধে সমর্থন দেবে না বলেও জানিয়েছে।

মার্কিন সরকার দাবি করছে ইরানি মাইন বিস্ফোরণে জাহাজে আগুন ধরেছে কিন্তু জাহাজের জাপানি মালিক বলেছেন জাহাজে ক্ষেপণাস্ত্র উড়ে এসে আঘাত হেনেছে

জার্মান পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস সাংবাদিকদের কাছে বলেছেন, হামলার পেছনে যে ইরান রয়েছে তা প্রমাণের জন্য এই ভিডিও যথেষ্ট নয়। এছাড়া, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনির শীর্ষ উপদেষ্টা নাথালি টোসি বলেছেন, “কাউকে দোষ দেয়ার আগে আমাদের জন্য বিশ্বাসযোগ্য প্রমাণ দরকার।”

তিনি বলেন, “ইরানিরা খুবই যুক্তি মেনে চলা জাতি। যখন জাপানি প্রধানমন্ত্রী ইরান সফর করছেন তখন সেই ইরানিরা জাপানি জাহাজে হামলা করবে এটা গ্রহণযোগ্য যুক্তি হতে পারে না।”

পিবিএ/এএইচ

আরও পড়ুন...