‘মার্চ ফর গাজা’, যাত্রাপথে সড়ক দুর্ঘটনায় আহত ১৩

রাজন্য রুহানি,জামালপুর: ঢাকার ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশ নিতে যাত্রাপথে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারগঞ্জ উপজেলা শাখার ১৩ জন নেতাকর্মী। আহতদের মধ্যে দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১২ এপ্রিল) বেলা ১১টার দিকে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বানিয়াজং বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, মাদারগঞ্জ উপজেলার ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা মো. সফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা নুরুদ্দিন, হাফেজ মাওলানা ফরহাদ হোসেন, মিনহাজুল ইসলাম, মাহমুদুর হাসান মিস্টার, হাফেজ মঞ্জরুল ইসলাম, খুরশেদ আলম, হাফেজ ফেরদৌস ও জুবায়ের। আরও কয়েকজন আহতের নাম এখনো জানা যায়নি। তারা সবাই সংগঠনের স্থানীয় নেতাকর্মী।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আল-আমিন রুহানী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশ নিতে মাইক্রোবাস দিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারগঞ্জ উপজেলা শাখার একটি প্রতিনিধি দল। মাইক্রোবাসটি টাঙ্গাইল জেলার ধনবাড়ীর বানিয়াজং এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ১৩ জন নেতাকর্মী আহত হন।

এ বিষয়ে জামালপুর সদর থানার ওসি (তদন্ত) আনিছুর আশেকীন বলেন, “সকালে একটি দুর্ঘটনার খবর পেয়েছি। এটি ধনবাড়ী এলাকার ঘটনা। আহতরা জামালপুর হাসপাতালে চিকিৎসাধীন।”

আরও পড়ুন...