পিবিএ ডেস্ক: বর্তমানে জীবনের সেরা সময় উপভোগ করছেন টেলিভিশনের জনপ্রিয় তারকা হিনা খান। হবু বরের সঙ্গে প্রি-ওয়েডিং ট্যুরে মালদ্বীপ গেছেন তিনি। ঘুরে বেড়াচ্ছেন নিজেদের মতো করে। সেখান থেকে ইনস্টাগ্রামে নানা মুহূর্তের ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। ৩২ বছরের নায়িকার অসাধারণ সব ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
সেসব ছবিতে দেখা যায়, কখনও সুইমিং পুলের ধারে এলাহি ব্রেকফাস্ট, কখনও আবার নীল সমুদ্রের পাশে বিচে বসে বিকিনি-সুন্দরী হিনা। নজর কেড়েছে মুখের চেয়ে বড় মাপের সানগ্লাস ও প্রিন্টেড বিকিনি। হিনা ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘পৃথিবীতে স্বর্গের টুকরো। আমার মনের মতো। আমি মলদ্বীপে।
মালদ্বীপ ট্যুরে হিনার হবু বর রকি জয়েসওয়াল রয়েছেন সঙ্গে। গত ২০ ডিসেম্বর একসঙ্গে বিমান ধরার সময় তাদের ছবি ভাইরাল হয়েছিল হিনা খানের ফ্যানক্লাবের ইনস্টাগ্রাম পেজে। এর আগে পুষ্কর বেড়াতে গিয়েছিলেন হিনা ও রকি। এটি একসঙ্গে তাদের দ্বিতীয় ট্যুর।
কাজের দিক থেকেও দারুণ ব্যস্ত হিনা। সদ্য তিনি শেষ করেছেন ‘কসৌটি জিন্দেগি কে’ ধারাবাহিকের শুটিং। সেখানে ভ্যাম্প কোমোলিকার চরিত্রে অভিনয় করছেন হিনা।
এ বছর কান চলচ্চিত্র উৎসবেও অভিষেক হয়েছে হিনার। নিজের ফ্যাশন সেন্সে নজর কেড়েছিলেন ছোট পর্দায় জনপ্রিয় এই নায়িকা। সম্প্রতি কাছের বন্ধু ও বিগ বস প্রতিযোগী প্রিয়াঙ্কের সঙ্গে একটি মিউজিক ভিডিও শ্যুট করেছেন হিনা। বেশ কয়েকটি শর্ট ফিল্মেও কাজ করেছেন।
পিবিএ/বিএইচ