মালদ্বীপে বঙ্গবন্ধুর ১০১তম জন্ম বার্ষিকী পালন

মোঃ এমরান হোসেন তালুকদার,মালদ্বীপ : যথাযোগ্য মর্যাদা এবং উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মালদ্বীপস্ত বাংলাদেশ হাই কমিশনর উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্ম বার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উদযাপিত হয়।

দিবসটি উপলক্ষে শিশুদের জন্য চিত্রাংকন প্রতিযোগিতা ও প্রবাসী বাংলাদেশীদের অংশগ্রহণে সান্ধ্যকালীন আলোচনা সভা আয়োজন করা হয়।
সকালে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

আলোচনা অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত, মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাণী পাঠ করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন তৃতীয় সচিব জনাব মিজানুর রহমান ভূঁইয়া। এছাড়া, প্রবাসী বাংলাদেশীদের পক্ষ হতে ডাক্তার মুক্তার আলী লস্কর ও কাশেদুল হক বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে ভারপ্রাপ্ত হাই কমিশনার মোঃ সোহেল পারভেজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে সোনার বাংলা লক্ষ্যে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। পরে বঙ্গবন্ধুর জীবনী নির্ভর একটি ভিডিও ক্লিপ প্রদর্শন করা হয়।

সবশেষে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষ্যে কেক কাটা হয়।

পিবিএ/এমএসএম

আরও পড়ুন...