মালদ্বীপে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন

পিবিএ,মালদ্বীপ: গত ১০ই জানুয়ারি মালদ্বীপস্থ বাংলাদেশ দূতাবাস বিশেষ অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে “বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস যথাযথভাবে উদযাপন করে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তোলোয়াত শেষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাণী পাঠ করা হয়। এরপর বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে উন্নত মানের একটি প্রতিবেদন প্রদর্শন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মালদ্বীপস্থ বাংলাদেশী রাষ্ট্রদূত রিয়ার এডমিরাল আখতার হাবীব। প্রধান অতিথি বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর একটি জ্ঞানগর্ভ বক্তৃতা প্রদান করেন। এবং তিনি আরো বলেন, নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের চলমান অগ্রগতি ও কল্যাণে ভূমিকা রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে মালদ্বীপে অবস্থানরত উল্লেখ্যযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশীবৃন্দ এবং দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন। প্রধান অতিথি রাষ্ট্রদূত রিয়ার এডমিরাল আখতার হাবীব তার সবশেষে ফটোসেশন এবং চা-চক্রের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়

পিবিএ/ মো: এমরান হোসেন তালুকদার/এমএসএম

আরও পড়ুন...