মালদ্বীপে ১০০ বাংলাদেশী গ্রেফতার

maldiv-police-arrest-banglaএমরান হোসেন তালুকদার,পিবিএ,মালদ্বীপ: মালদ্বীপ থেকে ৮০ জন বাংলাদেশীকে গেফতার করেছে মালদ্বীপ পুলিশ। বুধবার রাজধানী মালের স্থানীয় মাজিদিমাগু রাস্তার দুই পাশে কাজের খোঁজে দাড়িয়ে থাকা অবস্থায় তাঁদের গ্রেপ্তার করা হয়।

মালদ্বীপের অভিবাসন দপ্তরের একজন কর্মকর্তা বলেন, অনিবন্ধিত অভিবাসী শ্রমিকদের ধরতে কর্তৃপক্ষের চলমান অভিযানের অংশ হিসেবে ওই বাংলাদেশিদের গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু ঠিক কতজনকে গ্রেপ্তার করা হয়েছে, তা জানায়নি দপ্তর। তবে মালদ্বীপ ইমিগ্রেশন এর টুইটার দেখা যায় ৮০ জনকে গ্রেফতার করেছে মালদ্বীপ পুলিশ।

অবশ্য ঘটনাস্থলে থাকা একজন বাংলাদেশী বলেন ১০০ জনকে গ্রেপ্তার করে নিয়ে যেতে দেখেছেন। দেশটিতে গ্রেপ্তার হওয়া অনিবন্ধিত অভিবাসী শ্রমিকদের রাজধানী মালের উপকণ্ঠ হুলোমালে এলাকার একটি আটক কেন্দ্রে রাখা হয়। এরপর তাঁদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে জানাগেছে।

পিবিএ/ইএইচ/এফএস

আরও পড়ুন...