পিবিএ,মালয়েশিয়া: মালয়েশিয়ায় এক বাংলাদেশি নির্মাণ শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। ওই ব্যক্তির নাম আইনাল হক (৪১) বলে জানা গেছে। তার বাড়ি দাউদকান্দি কুমিল্লায়।
বুধবার (১৪ আগস্ট) কুয়ালালামপুরের পান্তাই বারু, পান্তাই মেডিকেল সেন্টারের কাছে একটি নির্মাণ সাইটে কংক্রিটের স্তূপে চাপা পড়ে তার মৃত্যু হয়। স্থানীয় ফায়ার সার্ভিস বিষয়টি নিশ্চিত করেছে।
ফায়ার অ্যান্ড রেসকিউ অপারেশনস (বিবিপি) কমান্ডার হামিদ বিন দাউদ জানান, দুপুর দেড়টায় দমকল বাহিনীর একটি দল ঘটনাস্থলে পাঠানোর আগেই তিনি জরুরি ফোন পান। বিবিপি পান্টাইয়ের প্রায় দশজন ক্রু সদস্য এবং দুটি গাড়ি ৬ মিনিট পরে ঘটনাস্থলে এসে একটি স্টিলের স্তূপে আক্রান্ত এক নির্মাণ শ্রমিককে দেখতে পান। একটি ক্রেনে করে কংক্রিটের স্তুপে কাজ করার সময় ঘটনাটি ঘটে। পরে বিবিপি পান্টাইয়ের দমকলকর্মীরা কংক্রিটের স্তূপ সরিয়ে আইনালের মরদেহ উদ্ধার করে।
হামিদ আরও জানান, মালয়েশিয়া বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের (পিপিইউএম) মেডিকেল কর্মীরা ঘটনাস্থলেই আইনাল হককে মৃত ঘোষণা করেন।
পিবিএ/ইকে