পিবিএ ডেস্ক: মালয়েশিয়ায় কারখানার শ্রমিকবাহী একটি বাস খাদে পড়ে ৫ বাংলাদেশিসহ ১১ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ৭ বাংলাদেশিসহ কমপক্ষে ৩২ জন।
কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে রোববার রাতে জালান এস৮ পিকিলিং এলাকায় বাসটির চালক নিয়ন্ত্রণ হারালে
এটি সড়কের পাশে মুনসুন ড্রেইনে পড়লে এই দুর্ঘটনা ঘটে। খবর মালয়েশিয়ার দৈনিক নিউ স্ট্রেইট টাইমস- এর।
নিহত বাংলাদেশিরা হলেন- মো. রাজিব মুন্সি (২৬), মো. সোহেল (২৪), মহিন (৩৭), আল আমিন (২৫) ও গোলাম মোস্তফা (২২)।
এছাড়া দুর্ঘটনায় আহত বাংলদেশিরা হলেন- মো. নাজমুল হক (২১), মো, রজবুল ইসলাম (৪৩), ইমরান হোসেন (২১), জাহিদ হাসান (২১), শামীম আলী (৩২), মোহাম্মদ ইউনুস (২৭)ও মো. রকিব (২৬)।
তাদের পুত্রজায়া ও সারদাং হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
সেপাং পুলিশ প্রধান সহকারী কমিশনার জুলকিফলি আদামশাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাসটিতে এমএএস কারগো কারাখানার কর্মীসহ ৪৩জন যাত্রী ছিল। চালক বাসটির নিয়ন্ত্রণ হারালে সেটি ঘটনাস্থলে সড়কের পাশের খাদে একটি ড্রেনে পড়ে যায়। এতে ঘটনাস্থলে নিহত হয় ৯জন। আহত আরও দুজন হাসপাতালে মারা যায়।
দুর্ঘটনা কবলিত লোকদের উদ্ধারে ফায়ার ও উদ্ধারকারী দলের সদস্যরা বাসটির বিভিন্ন অংশ কেটে উদ্ধার করতে প্রায় এক ঘণ্টা সময় লেগে যায়।
এই পুলিশ কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনায় আহতদের কাজাখ, সারদাং এবং পুত্রজায়া হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
পিবিএ/এএইচ