কায়সার হামিদ হান্নান, পিবিএ, মালয়েশিয়া : বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮ তম মৃত্যুবার্ষিকী, কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে মালয়েশিয়া বিএনপি ও তার অঙ্গসংগঠন। বৃহস্পতিবার সন্ধ্যা কুয়ালালামপুরের জালান ইম্বি রেস্টুরেন্ট রসনা বিলাসে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
মালয়েশিয়া বিএনপির সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খান এর সভাপতিত্বে সহ দপ্তর সম্পাদক এ কে এম হাবিবুর রহমান শিশিরের অনুষ্ঠান পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সহসভাপতি আব্দুল জলিল লিটন সহসাধারণ সম্পাদক এসএম জাহাঙ্গীর ,ফজলুল করিম সোহরাব ,আব্দুল্লাহ আল মামুন লিটন ,দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম রতন , প্রচার সম্পাদক এসএম বশির আলম ,সহ স্বেচ্ছাসেবক সম্পাদক কাজী সোহেল মাহমুদ ,সদস্য টিপু সুলতান। আরো উপস্থিত ছিলেন মালয়েশিয়া যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম খান ,সহসভাপতি মঞ্জু খাঁ ,সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন সাগর ,বগুড়া (০৬) আসনের স্বতন্ত্র প্রাথী ও মালয়েশিয়া যুবনেতা মোহাম্মদ মিনহাজ মন্ডল ,জাহাঙ্গীর আলম ,রমজান আলী সহ বিএনপির নেতৃবৃন্দ।
এক সংক্ষিপ্ত বক্তব্যে মালয়েশিয়া বিএনপির সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খান বলেন অবৈ্ধ সরকারের হাত থেকে দেশকে রক্ষা করতে হলে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে স্বৈরাচারের কারাগার থেকে মুক্ত করতে এবং দেশ নায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে, অন্যথায় এ দেশ কখনো গণতন্ত্র ফিরে পাবেনা। তিনি আরো বলেন আওয়ামী লীগ বাংলাদেশে একদলীয় সরকার প্রতিষ্ঠা করে নতুন কায়দায় বাকশালকে পুনরুজ্জীবিত করেছে। বহুদলীয় গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হলে আন্দোলন সংগ্রাম করে কারাবন্দি খালেদা জিয়াকে মুক্ত করে আনতে হবে। তিনি প্রবাসেও জাতীয়তাবাদী শক্তির সবাইকে ঐক্যবদ্ধ হয়ে স্বস্ব অবস্থান থেকে আন্দোলন করে যাওয়ার আহ্বান জানান। ইফতার পূর্বে কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা ,দেশ নায়েক তারেক রহমানের সুস্বাস্থ ও আরাফাত রহমানের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
পিবিএ/এএইচএইচ/জেডআই