মালিক শ্রমিকদের কর্মবিরতিতে ভোগান্তিতে সাধারণ মানুষ

পিবিএ,লামা,বান্দরবান: বান্দরবানের লামা-আলীকদম-চকরিয়া সড়ক পরিবহন মালিক ও শ্রমিকরা পূর্বনির্ধারিত কোন ঘোষনা ছাড়াই শুক্রবার সকাল থেকে হঠাৎ যান চলাচল বন্ধ করে দিয়ে এ কর্মবিরতি পালন করে। সড়কে বি.আর.টি.সি বাস সার্ভিস চালুর খবরে হঠাৎ যানবাহন চলাচল বন্ধ করে দেয় তারা। এতে চরম ভোগান্তিতে পড়ে দূর দূরান্ত থেকে আসা যাত্রী সাধারণসহ অসুস্থ রোগীও। সন্ধ্যা ৬টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে বলে পরিবহন কর্তৃপক্ষ সূত্র জানিয়েছেন।

জানা গেছে, আলীকদম-লামা-চকরিয়া সড়কে বি.আর.টি.সি বাস চালু করা হবে; এ খবর পেয়ে কোন ধরণের পূর্ব ঘোষনা ছাড়াই শুক্রবার সকাল থেকে হঠাৎ যান চলাচল বন্ধ করে দেয় সড়কের পরিবহন মালিক ও শ্রমিকরা। এতে বাংলা নববর্ষ উপলক্ষে লামা-আলীকদম ও পাশের বমুবিলছড়ি এলাকার কয়েক হাজার ঘরমুখো মানুষ এ অতর্কিত কর্মবিরতির কবলে পড়ে বেকায়দায় পরেন।
স্থানীয় মো. হাসান, বিলাশ, রামং ত্রিপুরা, সেলিম উদ্দিন, খাতিজা বেগম ও ইকবাল সোবহান অভিযোগ কওে পিবিএ’কে বলেন, আলীকদম-লামা-চকরিয়া সড়কে এক চেটিয়াভাবে বাস, জীপ মালিক সমিতি ও সড়ক পরিবহন শ্রমিক সমিতির কাছে জিম্মি হয়ে আছে লামা-আলীকদম ও চকরিয়া উপজেলার বমুবিলছড়ি ইউনিয়নের কয়েক লাখ মানুষ। মানসম্মত যাত্রী সেবা থেকে বঞ্চিত করেছে এই আলীকদম-লামা-চকরিয়া সড়ক পরিবহন কর্তৃপক্ষ। তাদের ইচ্ছেমত ভাড়া বৃদ্ধি, ঈদুল ফিতর, ঈদুল আজহার সময় দ্বিগুণ ভাড়া আদায় করে এবং বাস ও জীপগুলো স্টেশন ছাড়াও যত্রতত্র অতিরিক্ত যাত্রী উঠা নামা করে আসছে। এসবের প্রতিবাদ করলে জীপ বাস মালিক ও চালক কর্তৃপক্ষ যাত্রীদের নানা ভাবে লাঞ্চিত করে থাকে।

এদিকে বাস চালক মো. বেলাল ও গিয়াস উদ্দিন সাংবাদিকদের বলেন, আমরা ১৯৮৬ সাল থেকে জীবনের ঝুঁকি নিয়ে লামা-আলীকদম উপজেলায় যাত্রীদের সেবা করে আসছি। এই সড়কে আমাদের চালক ও শ্রমিক ভাইদের রক্ত মিশে আছে। এতোদিন কষ্ট করে আমরা সেবা দিয়ে আসছিলাম। বর্তমানে বি.আর.টি.সি বাস চালু করে আমাদের পেটে লাথি মারার পরিকল্পনা এটি।

সড়কে জীপ ও বাস চলাচল বন্ধের সত্যতা নিশ্চিত করে আলীকদম, লামা, চকরিয়া সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মো. জামশেদ উদ্দিন ও সড়ক পরিবহন শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক মো. কফিল উদ্দিন জানান, আলীকদমের কিছু প্রভাবশালী ব্যক্তি পরিবহন মালিক-শ্রমিক সমিতিকে না জানিয়ে বিআরটিসির পরিবহন চালুর চেষ্টার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে এই ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। আরকান সড়ক পরিবহন মালিক শ্রমিক সমিতির চকরিযা, লামা ও আলীকদম শাখার নেতৃবৃন্দকে ডিঙ্গিয়ে বিআরটিসির পরিবহন চালু করা সরকারের সাথে সম্পাদিত চুক্তির সম্পুর্ন পরিপন্থি ও বেআইনী বলে পরিবহন মালিক সমিতির এই নেতা দাবী করেন।

এ বিষয়ে আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মো. নাজিমুল হায়দার সাংবাদিকদের বলেন, শ্রমিক ও মালিক সমিতিগুলোর কার্যালয় লামা-আলীকদম নেই, সমস্যা সমাধানে কিছুটা বিলম্ব হচ্ছে। লামা ও চকরিয়া উপজেলা নির্বাহী অফিসারসহ বাস মালিক ও শ্রমিক সমিতির নেতাদের সাথে আলোচনা চলছে। দ্রুত সড়ক চলাচল স্বাভাবিক হবে বলেও জানান তিনি।

লামা উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি বলেন, পরিবহন মালিক-শ্রমিক সমিতি কর্তৃপক্ষের সাথে উপজেলা প্রশাসনের কোন জটিলতা নেই। তাদের জটিলতা আলীকদমের সাথে। তাই চাইলে চকরিয়া-লামার মধ্যে পরিবহন চালু রাখতে পারেন তারা। বিষযটি নিয়ে সকাল থেকেই সমন্বয় করে আসছি।

পিবিএ/এনকে/হক

আরও পড়ুন...