মালেয়িশয়ার সারাওয়াকে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীকে সংবর্ধনা

কায়সার হামিদ হান্নান, পিবিএ, মালয়েশিয়া: মালয়েশিয়ার দ্বীপরাজ্য সারওয়াকে কাজের সুযোগ পাচ্ছে বাংলাদেশিরা। সারওয়াকের গভর্ণর ও রাজ্যের ব্যবসায়ী নেতৃবৃন্দের আলোচনা পর সেখানে কর্মী নিয়োগের দ্বার উন্মোচন হয়।

এ উপলক্ষ্যে ১৬ মে বৃহস্পতিবার বাংলাদেশ কমিউনিটি সারাওয়াক এর সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ এই কথা বলেন।

মালয়েশিয়ার দ্বীপরাজ্য সারওয়াকে হোটেল পুলমালে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালয়েশিয়া বাংলাদেশের রাষ্ট্রদূত মহ. শহীদুল ইসলাম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহিন এবং উপসচিব আবুল হোসেন, দূতাবাসের শ্রম কাউন্সিলর মো.জহিরুল ইসলাম, প্রথম সচিব শ্রম মো. হেদায়েতুল ইসলাম মন্ডল।

বাংলাদেশ কমিউনিটি সারাওয়াক প্রবাসীদের উদ্যেশে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী এমরান আহমেদ বলেন সারাওয়াকের গভর্নর তুন পেহিন সেরি হাজি আবদুল তাইব মাহমুদের কার্যালয়ে সাক্ষাৎকালে গভর্নর এ আগ্রহ প্রকাশ করেন এবং সকল সেক্টরে বাংলাদেশের সঙ্গে সিস্টেমেটিক দ্বি-পাক্ষিক আলোচনার মাধ্যমে সম্পর্কোন্নয়নে আগ্রহী।

তিনি আরো বলেন তথ্য প্রযুক্তির ক্ষেত্রে বাংলাদেশ যথেষ্ট এগিয়ে রয়েছে। সে মোতাবেক বাংলাদেশ থেকে প্রযুক্তিতে অভিজ্ঞ ও দক্ষ লোক নিয়োগ যেহেতু মালয়েশিয়া বাংলাদেশকে সোর্স কান্ট্রি করে শ্রম নিয়োজন শুরু করেছে সেহেতু সারওয়াক রাজ্য সরকারকেও অনুরুপভাবে শ্রম নিয়োজনের জন্য অনুরোধ করা হলে গভর্নর আশা প্রকাশ করেন এবং বলেন যে, সারওয়াক নিজস্ব নিয়মকানুন ও পলিসি মোতাবেক পদক্ষেপ গ্রহণ করা হবে।

এই সময় বাংলাদেশী স্টুডেন্টস এসোসিয়েশনের সারাওয়াক সভাপতি সারাওয়াক প্রবাসীদের সমস্যা ,স্টুডেন্ট পাসপোর্ট করতে বিড়ম্বনা ইত্যাদি বিষয়গুলি মন্ত্রীর কাছে তুলে ধরেন এবং মন্ত্রী সিফাত তুহিনের কথা গুলি অত্যান্ত মনোযোগ শুনেন এবং তা দ্রুত সমস্যা সমাধান করার আশ্বাস দেন। প্রতিমন্ত্রী সারাওয়াক বাংলাদেশী কমিউনিটির সকলকে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি এবং অপপ্রচার থেকে দূরে থাকতে অনুরোধ করেন। তিনি বাংলাদেশের আইটি, কৃষি, স্বাস্থ্য এবং প্রযুক্তি ক্ষেত্রে দক্ষতা কাজে লাগানোর অনুরোধ জানান।

এই সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি সারাওয়াক এর সাধারণ সম্পাদক প্রফেসর ড. এম শহিদুল ইসলাম , কমিউনিটি নেতা ওয়ালিউর রহমান আলো, ড ওয়াহিদুল ইসলাম, মোঃ মাহবুবুর রহমান, মো ফজলুল হাসান সহ অবস্থানরত বাংলাদেশী শিক্ষার্থী, কর্মজীবী, শিক্ষক সমাজ সহ আরও অনেকে।

পিবিএ/কেএইচএইচ/জেডআই

আরও পড়ুন...