মালয়েশিয়া আমপাং স্বেচ্ছাসেবক লীগের ইফতার মাহফিল

কায়সার হামদি হান্নান, মালয়শেয়িা: মালয়েশিয়ায় আমপাং স্বেচ্ছাসেবক লীগের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার কুয়ালালামপুরের আমপাং রেস্টুরেন্ট ঢাকা এই ইফতার মাহফিল ও আলোচনা অনুষ্ঠিত হয়।

মালয়েশিয়া আমপাং স্বেছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ ওবায়দুর রহমান এর সভাপতিত্বে যুগ্নসাধারণ সম্পাদক জামিল। রহমান ফয়সাল এর অনুষ্ঠান পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মালয়েশিয়া স্বেছাসেবক লীগের সভাপতি বিএম বাবুল ,মালয়েশিয়াস্থ গোপালগঞ্জ জেলা সমিতির সভাপতি মোহাম্মদ শওকত আলী টিনু সাধারণ সম্পাদক তারিকুজ্জামান চৌধুরী মিতুল আরো অনেকে এছাড়া ও আরো উপস্থিত ছিলেন শেখ জাহাঙ্গীর ,রাজীব,তাসমীম হোসাইন শুভ , মোহাম্মদ সেলিম ,জাহিদ ,সুমন সহ আরো অনেকে।

সভায় ইফতার পূর্বে আলোচনা সভায় বক্তারা জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার আহবান জানানো হয়। পরিশেষে মোনাজাতে দেশ জাতি ও প্রবাসীদের কল্যাণ কামনায় দোয়া করা হয়।

পিবিএ/হক

আরও পড়ুন...