মালয়েশিয়াতে চাঁদপুর-২ আসনের এমপিকে সংবর্ধনা

 

কায়সার হামিদ হান্নান , পিবিএ,মালয়েশিয়া: মালয়েশিয়াস্থ চাঁদপুর-২ মতলববাসীর উদ্যোগে এমপি এড. নুরুল আমিন রুহুলকে মালয়েশিয়ায় সংবর্ধনা দিয়েছে মালয়েসিয়াস্থ চাঁদপুরের মতলব প্রবাসীরা।

রবিবার (২১ জুলাই) সন্ধ্যা সাত ঘটিকায় কুয়ালালামপুরের হোটেল ফার্স্ট বিজনেস ইন এর বলরুমে আনিস আহমেদের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন মতলবের সন্তান, কমিউনিটি নেতা শফিকুর রহমান চৌধুরী এবং ডি, কে আরিফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-২ আসনের সন্তান, মতলব বাসীর নেতা, এডভোকেট নুরুল আমিন (রুহুল) এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়াস্থ বাংলাদেশী কমিউনিটির অন্যতম জনপ্রিয় শ্রদ্ধা ভাজন নেতা ডাঃ বোরহান আহমেদ।

হাফেজ মো. ইব্রাহিমের কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তৃতা করেন বিশিষ্ট ব্যবসায়ী জসীম উদ্দিন চৌধুরী, কোতরায়া ব্যবসায়ী সমিতির সভাপতি রাশেদ বাদল, ব্রাম্মণবাড়িয়া জেলা এসোসিয়েশন মালয়েশিয়ার সভাপতি নাজমুল ইসলাম বাবুল, বৃহত্তর ফরিদপুর জেলা এসোসিয়েশন মালয়েশিয়ার সভাপতি মনিরুজ্জামান মনির, চাঁদপুর সমিতির উপদেষ্টা আকতার হোসেন গাজী, কুমিল্লা সমিতির নূর মোহাম্মাদ ভূইয়া, ফেনী সমিতির মনসুর আল বাশার, শরীয়তপুর সমিতির জহিরুল ইসলাম, চাদপুর মতলব বাসীর পক্খে আক্তার মিজি, সাংগঠনিক সম্পাদক ফরিদ গাজী সহ আরও অনেকে।

প্রধান অথিতির বক্তব্যে জনাব নুরুল আমিন রুহুল এমপি বলেন, মালয়েশিয়া এসে দেখলাম একমাত্র বাংলাদেশী কর্মীরা কঠোর পরিশ্রম করে। তাদের পাঠানো রেমিট্যান্স দেশে অর্থনীতিতে গুরত্বপূর্ণ ভূমিকা রাখছে। যদিও প্রবাসীদের কিছু দাবি দাওয়া আছে আমাদের প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সরকার প্রবাসী বান্ধব তাই তাদের কল্যাণে সম্ভব সব কিছু করা হচ্ছে।

তিনি আরো বলেন, আমার নির্বাচনী এলাকায় জনগণের কল্যাণে রাস্তা ঘাট, ব্রিজ, বিভিন্ন অবকাঠামো নির্মাণে কোটি কোটি টাকা ব্যয়ে উন্নয়ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে সবাই দোয়া করবেন যেন সুষ্ঠু স্বাভাবিকভাবে পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি। আর আপনারা আমাকে যেকোন প্রয়োজনে কল দিবেন আমি সব সময় আপনাদের পাশেই আছি। এসময় তিনি সকল প্রবাসীবৃন্দ কে আন্তরিক ধন্যবাদ জানান উনাকে সংবর্ধনা দেওয়ার জন্যে।

এসময় সভায় উপস্থিত ছিলেন, পেশাজীবী কমিউনিটি ও মালয়েশিয়া আওয়ামী লীগসহ সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ যথাক্রমে, হুমায়ুন কবির, প্রকৌশলী মো. রাহাদ উজ্জামান, সারাওয়াক কমিউনিটি নেতা আলিওর রহমান, মামুনুর রশীদ, শাহা আলম হাওলাদার, আশফাকুল ইসলাম সোহেল, টিপু, দাতু আব্দুর রউফ লিটন, মিতুল, জালাল উদ্দিন সেলিম, আসাদুজ্জামান, মনির দেওয়ান, অলিল ফরাজি, সহ আর ও অনেকে।

পিবিএ/কেএইচএইচ/ জেডআই

আরও পড়ুন...