তাহমিনা ভূঁইয়া মিনা, পিবিএ, মালয়েশিয়া: বাংলাদেশের জনপ্রিয় চ্যানেল এনটিভির ১৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মালয়েশিয়া এনটিভি দর্শক ফোরাম এক আনন্দ ভ্রমণের আয়োজন করে। এনটিভি মালয়েশিয়া প্রতিনিধি কায়সার হামিদ হান্নান এর সাড়া দিয়ে ৭ জুলাই ৬৫ সদস্য এর এনটিভি দর্শক ফোরামের একটি দল ।
রোববার সকাল ৮ ঘটিকায় ১টি বাস, ১টি মাইক্রো-বাস ও ২ টি প্রাইভেট গাড়ি করে মালয়েশিয়ার পাহাং এর ক্যামেরন হাইল্যান্ডের উদ্দেশে যাত্রা শুরু করেন। এটি মালয়েশিয়ার সবচেয়ে জনপ্রিয় পর্যটক গন্তব্যস্থলগুলির মধ্যে একটি। শান্তিপূর্ণ শহরগুলির মাঝে শান্ত পাহাড়ের নীড়ের উপর ১৫০০ মিটার উচ্চতায় অবস্থিত।
কুলিং রিসর্ট, চা গাছপালা আর স্ট্রবেরি খামারগুলো এলোমেলো উপত্যকায় এবং মাতাল পাহাড়ের ঢালু জুড়ে আড়াআড়ি ভাবে বেঁকে গেছে। ঠিক যেন ছবির মতো সুন্দর এক মেঘের রাজ্য। হই হুল্লোড়, আড্ডা, নাচে-গানে কেটে গেল সুন্দর একটি দিন। সবুজ প্রকৃতির মাঝে আরও এক ঝাঁক সবুজের সমারোহ ঘটাতেই যেন আমাদের আগমন। ঠিক যেন এক টুকরো বাংলাদেশের সিলেট ।
মধ্যাহ্ন ভোজন, ঝিরিঝিরি বৃষ্টি, স্বচ্ছ ঝর্ণা, সারি সারি স্ট্রবেরি বাগান আর মন ভুলানো চায়ের কাপের রেষ কাটতে না কাটতেই কেমন করে যেন দিনটি ফুরিয়ে গেল। এবার ফিরে আসার পালা, তবুও মনে এক ভীষণ প্রশান্তি নিয়ে ফিরে আশা। ধন্যবাদ এনটিভিকে এত সুন্দর আয়োজনের জন্য। এনটিভি শতবর্ষে পদার্পণ করুক ঠিক এইভাবেই সকলের মন জয় করে। উৎসবে মুখরিত থাকুক সারা বছর।
পিবিএ/তাহমিনা /বাখ