কায়সার হামিদ হান্নান, মালয়েশিয়া: কলকাতার জনপ্রিয় চিত্রপরিচালক দেবাশিস সেন শর্মার দুই বাংলা ছবি মালয়েশিয়ার ব্রিকফিল্ড ইন্ডিয়ান কালচার সেন্টার (আই সিসি ) তে আগামী ২৮ ও ২৯ জুন বাইসাইকেল কিক ও অরণ্যদেব বিশেষ প্রদর্শনীতে দেখানো হবে কলিকাতার দুই বাংলা ছবি।
এমন তথ্য জানিয়েছেন চিত্রপরিচালক দেবাশিস সেনশর্মা। বর্তমানে তিনি মালয়েশিয়া অবস্থান করেছেন। তিনি এই প্রতিবেদক কে বলেন অরণ্যদেব যিশু সেনগুপ্ত অভিনীত এই ছবিটিই জি ফাইভ-এর প্রথম বাংলা অরিজিনাল।তিনি বলেন শুধু তাই নয়, এই বাংলা ছবিটির আরও পাঁচটি ভাষায় ডাবিং করা ভার্সনও থাকছে ওই অ্যাপে,তামিল, তেলুগু, মলয়লম, হিন্দি ও মরাঠি।মালয়েশিয়াতে অনেক বাংলা ভাষাভাষী অনেক বাঙালি ও বাংলাদেশী রয়েছে। তাই ছবি গুলি সবাই দেখতে পারবে।অরণ্য দেব ছবি প্রসঙ্গে তিনি বলেন দুই বন্ধুর ভূমিকায় অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত ও মীর। একই সঙ্গে দুই ভিন্ন কলকাতার গল্প বলবে এই ছবি। একটি কলকাতা একেবারে অত্যাধুনিক, যে কলকাতায় বাস করে দেব বা মীর এবং অন্যটি একটু পিছিয়ে পড়া অলস প্রকৃতির কলকাতা, যার অন্যতম সদস্য অরণ্য বা যিশু।
ছোটবেলার ঘনিষ্ঠ এই দুই বন্ধুর হঠাৎ দেখা হল ২৫ বছর পরে। তারপর কী ঘটল? এই ছবিতে বলা হয়েছে ২৫ বছর পরের সেই একটি দিনের কথা।
এই ছবির কেন্দ্রবিন্দুতে রয়েছে এক চিরন্তন বন্ধুত্বের গল্প। যিশু সেনগুপ্ত ছাড়া এই ছবির মুখ্য চরিত্রে রয়েছেন মীর, শ্রীলেখা মিত্র, প্রয়াত দ্বিজেন বন্দ্যোপাধ্যায়, পরাণ বন্দ্যোপাধ্যায়, অরুণিমা ঘোষ, সোহিনী সরকার, সুদীপা বসু ও দেবারতি চক্রবর্তী। পরিচালক আরো জানান বাই সাইকেল কিক এক একটা ভালো গল্পের ছবি। আশা করি মালয়েশিয়া প্রবাসীদের ভালো লাগবে।
পিবিএ/হক