মালয়েশিয়ার সারাওয়াক প্রদেশে নিষিদ্ধ জাকির নায়েক

জাকির নায়েক: ফাইল ছবি

পিবিএ ডেস্ক: বিতর্কিত বক্তব্য দিয়ে মালয়েশিয়ায় ব্যাপকভাবে সমালোচিত হয়েছেন ইসলামি বক্তা ডা. জাকির নায়েক। দেশটি থেকে তাকে বের করে দেওয়ার দাবিও জানিয়েছে একাধিক রাজনৈতিক দল।

ভারতের এই বাসিন্দার বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ আনে দেশটির সরকার। এরপর তিনি মালয়েশিয়ায় আশ্রয় নেন।

এ দিকে মালয়েশিয়ার সারাওয়াক প্রদেশের সরকার জাকির নায়েককে নিষিদ্ধ করেছে।

বৃহস্পতিবার প্রদেশটির ডেপুটি চিফ মিনিস্টার জ্যামস জামুত মাসিং এবং প্রাদেশিক মন্ত্রী সিম কুই হাইয়ান এ সিদ্ধান্তের ব্যাপারে নিশ্চিত করেন।

মাসিং বলেন, “জাকির নায়েকের মালয়েশিয়া বিরোধী বক্তব্য সারাওয়াকের সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য বিপজ্জনক। এই জন্য তাকে এখানে প্রবেশে বাধা দিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

জাকির নায়েককে মালয়েশিয়া থেকে বের করে দেওয়ার দাবি উঠলে, তার আগে চীনা মুসলিমদের দেশটি থেকে বের করে দেওয়ার দাবি জানান তিনি।

তিনি বলেন, “মানুষ আমাকে ‘অতিথি’ হিসেবে আখ্যা দিয়েছে। কিন্তু এখানকার চীনা মুসলিমরা আরও পুরোনো অতিথি। তারা এখানকার বাসিন্দা নয়। এখন আপনি যদি নতুন অতিথিকে বের করতে চান, তার আগে পুরোনো অতিথিকে বের করে দেওয়া উচিত।”

এ দিকে উসকানিমূলক মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় উঠেছে মালয়েশিয়ায়।

সম্প্রতি এক বক্তব্যে তিনি বলেন, “ভারতে মুসলিমদের তুলনায় মালয়েশিয়ায় হিন্দুরা ১০০ শতাংশের বেশি সুযোগ-সুবিধা ভোগ করছে।”

“ভারতীয় বংশোদ্ভূত মালয়েশিয়দের বিরুদ্ধে কথা বলে প্রধানমন্ত্রীর সুনজরে আসার চেষ্টা করছেন জাকির,” এমনটাই দাবি করেন মালয়েশিয়ার ন্যাশনাল প্যাট্রিয়টস অ্যাসোসিয়েশনের সভাপতি দাতুক মোহম্মদ আরশাদ রাজি।

সংগঠনটির দাবি, মালয়েশিয়দের নিয়ে উসকানিমূলক বক্তব্য দেওয়া বন্ধ করুক জাকির নায়েক। মালয়েশিয়ার বাসিন্দাদের ধর্মের ভিত্তিতে তুলনা করা থেকে বিরত থাকতে তার প্রতি আহ্বান জানানো হয়।

পিবিএ/বাখ

আরও পড়ুন...