মালয়েশিয়াস্থ দাউদকান্দি ও মেঘনা ইয়ুথ কমিউনিটির উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

পিবিএ, মালয়েশিয়া: মালয়েশিয়াস্থ দাউদকান্দি ও মেঘনা ইয়ুথ কমিউনিটির উদ্যোগে ফুটবল টুৰ্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার কুলালামপুরের আমপাংস্থ এভেঞ্জার স্পোর্টস এরিনায় ফুটবল খেলাটি অনুষ্ঠিত হয়।
মেঘনা উপজেলা আওমীযুবলীগের যুগ্নআহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্রগ্রাম বিভাগের শ্রেষ্ঠ উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব ) বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া আওমী সেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ জালাল উদ্দিন সেলিম।

মালয়েশিয়াস্থ দাউদকান্দি ও মেঘনা ইয়ুথ কমিটির খেলাটি ৬+৬ গোলে ড্র হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মেজর মোহাম্মদ আলী (অব ) বলেন প্রবাসে বিভিন্ন স্থানে আমরা এক টুকরো বাংলাদেশ গড়ে তুলেছি। ছড়িয়ে দিচ্ছি আমাদের সংস্কৃতি। আমাদের স্মরণ রাখতে হবে, শারীরিক চর্চাই মানসিক বিকাশের প্রথম পাঠ। আলোকিত দেশ ও জাতি গঠনের জন্য সবল দেহ ও সুস্থ মন প্রয়োজন।

এর মাধ্যমে প্রবাসেও দেশের ভাবমূর্তি বজায় রাখা সম্ভব হবে।তাছাড়া আমাদের কুমিল্লা শিক্ষা দীক্ষা খেলাধুলা ও এগিয়ে রয়েছে। প্রবাসে সবাই এক সাথে মিলেমিশে থাকবেন আপনাদের প্রতি এই অনুরোধ রইলো। খেলা শেষে বিজয়ী দুইদলের হাতে ক্রেস্ট তুলে দেন।

পিবিএ/কেএইচএইচ/জেডআই

আরও পড়ুন...