পিবিএ, মালয়েশিয়া: শরীয়তপুর জেলার পৌর মেয়র ,বাংলাদেশ ম্যাব এর সাধারণ সম্পাদক ,বাংলাদেশ ছাত্রলীগ সাবেক সিনিয়র সহসভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম কোতোয়াল মালয়েশিয়া শুভাগমন উপলক্ষে সংবর্ধনা দিয়েছে মালয়েশিয়াস্থ শরীয়তপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন।
রবিবার কুয়ালালামপুরের বুকিটবিনতাং রসনা বিলাস রেস্টুরেন্ট এই সংবর্ধনা আয়োজন করা হয়। মালয়েশিয়াস্থ শরীয়তপুর ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম(জহির) অনুষ্ঠান পরিচালনায় সংগঠনের সভাপতি আতাউর রহমান (রানা) তালুকদার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ সোহাগ মিয়া ,সহসভাপতি শাহালম হাওলাদার প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মফিজুর রহমান আরজু, সহ-সভাপতি, মনির দেওয়ান উপদেষ্টা মাদারীপুর এসোসিয়েশন মালয়েশিয়া, মজিবুর রহমান বাবু, আজগার আলী -যুগ্ন সাধারণ সম্পাদক, মান্নান মাতবর যুগ্ম-সাধারণ সম্পাদক, মান্নান খান সাংগঠনিক সম্পাদক, ইমাম হোসেন রানা সাংগঠনিক সম্পাদক, শরীয়তপুর ওয়েল ফেয়ার এসোসিয়েশন মালয়েশিয়া। আরও উপস্থিতি, মাসুম তালুকদার,জামাল বয়াতী, দেলোয়ার মোড়ল, চান মিয়া, বাদশা,রবিন, মিজানুর রহমান।প্রধান অতিথির বক্তব্যে শরীয়তপুর জেলার পৌর মেয়র মোহাম্মদ রফিকুল ইসলাম কোতোয়াল বলেন আপনারা রেমিটেন্স যোদ্ধা। আপনাদের টাকাতে দেশ চলে। প্রবাস মালয়েশিয়াতে সব জেলার লোকের সাথে মিলে মিশে চলবেন। শরীয়াতপুরকে একটি ব্যান্ডিং জেলা হিসাবে উপস্থাপন করবেন। আপনাদের যেকোনো সহযোগিতা আপনাদের পাশে থাকবো।
পিবিএ/ কায়সার হামিদ হান্নান/জেডআই