মালয়েশিয়ায় অসহায় প্রবাসীদের পাশে খুলনার মোহাম্মদ ওবায়দুর রহমান

 

পিবিএ, মালয়েশিয়া: মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই প্রবাদ টি সবাই মনে প্রাণে বিশ্বাস করে। পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে বলেই পৃথিবী টিকে আছে। মালয়েশিয়া একটি উন্নত শ্রমিক নির্ভর দেশ। জীবিকার তাগিদে বাংলাদেশের মানুষ মালয়েশিয়া কাজ করতে আসে। এই জীবিকা করতে গিয়ে অনেক প্রবাসী জীবন যুদ্ধে নেমে পরে। সংগ্রাম করতে হয় নিজের সাথে বাস্তবতার সাথে। কোনো সংগ্রাম জীবনের সাথে মিলে না। সব শেষে ফলাফল জিরো হয়। কেও হেরে যায় জীবন যুদ্ধে কেও হেরে যায় বাস্তবতার সাথে।

তার এই দুঃখ কষ্ট অনেক প্রিয়জন বুঝে না। একজন প্রবাসী যখন কাজ করে তখন অনেক চিন্তা চেতনা নিয়ে কাজ করে। বাড়িতে সবাই ভালো আছে কিনা। কিন্তু বাড়ি থেকে যখন কেও কোনো অসুখ বিসুখের খবর আসলে প্রবাসীর চিন্তায় ঘুম আসে না। এইদিকে প্রবাসী অসুখ বিসুখ হলেই প্রিয়জন বুঝেনা তার প্রিয় মানুষটি কেমন আছে। একদিন কাজ না করলে তার খবর ,তার বাসা ভাড়া কে দিবে ? প্রবাসে সবাই কাজ কর্ম সবাই সবাইকে ব্যস্ত রাখে। কেও কারো খবর রাখার সময় থাকে। এই ভাবে অনেক প্রবাসী মালয়েশিয়া অনেক প্রবাসী চক্ষের সামনে মৃত্যু বরণ করেছে। অযত্নে অবহেলায় অনেকে ঋণের দায় স্ট্রোক করে মারা গেছে।

আর ও মালয়েশিয়া অনেক সফল প্রবাসী অসহায় প্রবাসীদের বিপদে আপদে এগিয়ে এসেছেন। মৃত্যু কোল থেকে বাঁচিয়েছেন। টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন। তাদের মধ্যে এখন মালয়েশিয়া ঢাকা কর্নারের কর্ণধার খুলনার কৃতি সন্তান মোহাম্মদ ওবায়দুর রহমান। প্রবাসীদের পাশে থাকতে পেরে তিনি নিজেকে ধন্য মনে করছেন।

প্রবাস জীবন প্রসঙ্গে তিনি বলেন আমি যখন মালয়েশিয়া আসছি আমিও অনেক সমস্যার মধ্যে পড়েছি। কে কখন বিপদে পরে কেও জানবে না। সব চেয়ে বড় কথা মানুষের সেবা করা বড় এবাদত।

আরও পড়ুন...