পিবিএ,মালয়েশিয়া: মালয়েশিয়ায় আইএনটিআই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল কালচার নাইট–২০১৯ অনুষ্ঠিত হয়েছে।
মালয়েশিয়ার আইএনটিআই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অধ্যয়নরত মালয়েশিয়া, জাপান, গাম্বিয়া, জিম্বাবুয়ে, ঘানা, চীন, ব্রুনাই, পাকিস্তান, ইয়েমেন, সৌদি আরব, ভারত, ইন্দোনেশিয়া, কোরিয়াসহ প্রায় ১৫টি দেশের শিক্ষার্থীদের পাশাপাশি বাংলাদেশী শিক্ষার্থীরাও অংশ নিয়ে নাচ– গান, ফ্যাশন–শো ও অভিনয়ের মাধ্যমে যার যার দেশের ইতিহাস ঐতিহ্য তুলে ধরেন।
রবিবার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সোসাইটির আয়োজনে মালয়েশিয়ার নিলাই আইএনটিআই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অডিটরিয়ামে এই ইন্টারন্যাশনাল কালচার নাইট ও বেস্ট পারফরমেন্স অ্যাওয়ার্ড ২০১৯ সম্পন্ন হয়।
এবারের বেস্ট পারফরমেন্স ইন্দোনেশিয়া, বেস্ট বুথ ইয়েমেন, মোস্ট পপুলার আফ্রিকা ও বেস্ট ড্রেস কেনিয়াসহ মোট চারটি দেশের শিক্ষার্থীরা বিজয়ী হয়েছে। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ইউনিভার্সিটির আন্তর্জাতিক স্টুডেন্ট সার্ভিস বিভাগের প্রধান অ্যাল্যান্ড লাইবাউ।
বাংলাদেশী শিক্ষার্থীরা তাদের নাচে গানে ভিনদেশিদের মুগ্ধ করলেও এইবার বিজয়ের মুকুট হাতে পাননি তারা। এর আগে, ২০১৬ ও ২০১৭ সালে বেস্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড পেয়েছিলেন বাংলাদেশি শিক্ষার্থীরা।ইউনিভার্সিটি পারফর্ম প্রসঙ্গে শিক্ষার্থীরা বলেন বেস্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মধ্য দিয়ে এ ইউনিভার্সিটিতে অধ্যয়নরত বাংলাদেশি প্রায় ৭০ জন শিক্ষার্থীদের মাঝে পারস্পরিক ঐক্য ও সম্প্রীতির পরিবেশ সৃষ্টি হয়েছে।’
অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আমাদের জাতিসত্তার প্রতীক আমাদের জাতীয় পতাকা। শ্রদ্ধা, গর্ব, ভালোবাসা সব মিলেমিশে একাকার আমাদের এই লাল–সবুজের পতাকায়।’ আন্তর্জাতিক অঙ্গনে এই লালসবুজ পতাকার দেশের ইতিহাস ঐতিহ্য তুলে ধরতে পেরে নিজেদেরকে গর্বিত মনে হচ্ছে। হল ভর্তি এত এত বিদেশির সামনে লাল সবুজের পতাকাটা পতপত করে আমরা উড়িয়েছি। সকলে মুখরিত হয়েছে করতালিতে। আমার চোখের কোণে এক ফোটা জল অনুভব করেছি। গর্বের জল আনন্দশ্রু। বিদেশের মাটিতে দেশীয় সংস্কৃতি তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। আমাদের পারফরম্যান্সের মধ্য দিয়ে বিদেশিরা আমাদের দেশ সম্পর্কে জানতে পেরেছে। এ ছাড়া বিদেশের মাটিতে বাংলাদেশের পতাকা উড়াতে পেরেছি সেটাই আমাদের তৃপ্তি।’
এ ছাড়া আইএনটিআই আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. জোসেফ লি, আইএনটিআই নিলাই কলেজের চিফ এক্সিকিউটিভ সং কূক থং, ইন্টার ন্যাশনাল স্টুডেন্ট সার্ভিস বিভাগের প্রধান, অ্যাল্যান্ড লাইবাউ, আন্তর্জাতিক সাপোর্ট বিভাগের প্রধান তাফারা প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের অর্গানাইজারের দায়িত্বে ছিলেন, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সোসাইটির প্রেসিডেন্ট উমাইর চৌধুরী ও ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সোসাইটির মাল্টিমিডিয়া ডাইরেক্টর ওয়ালিদ চৌধুরী এবং ইভেন কো–অর্ডিনেটরের দায়িত্বে ছিলেন, মাশিয়াত প্রমুখ। আর পারফরমেন্সে ছিলেন– সায়েম, ফরহাদ, অমিত, সিয়াম, সাইফ, আনিকা, রিতি, উসমিলা প্রমুখ।
পিবিএ/কায়সার হামিদ হান্নান /ইকে