মালয়েশিয়ায় এনটিভির দর্শক ফোরামের ক্যামেরুন হাইল্যান্ডে আনন্দ ভ্রমণ

পিবিএ , মালয়েশিয়া : বাংলাদেশের জনপ্রিয় টিভি চ্যানেল এনটিভি মালয়েশিয়া দর্শক ফোরামের উদ্যোগে ক্যামেরুন হাইল্যান্ডে এক আনন্দ ভ্রমণ করা হয়েছে। রোববার সকাল ৮ টা কুয়ালালামপুরের মসজিদ জামেক ডাব্লিউ হোটেলের সামনে থেকে এনটিভির ৬৫ জন দর্শক নিয়ে ১টি বাস ২টি মিনি বাস ও ১টি প্রাইভেট কারে মালয়েশিয়ার পাহাং এর ক্যামেরন হাইল্যান্ডের উদ্দ্যেশে যাত্রা শুরু করে।

আনন্দগণ ভ্রমণ এর সফর সঙ্গী ছিলেন বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব এর উপদেষ্টা ও প্রবাসী সাংবাদিক গৌতম রায় ,মডেল, কণ্ঠশিল্পী, মিউজিশিয়ানসহ মালয়েশিয়া বাংলাদেশ কমিউনিটির সাংবাদিকবৃন্দ।

এনটিভির ১৭ বছর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এনটিভি দর্শক ফোরাম এই ভ্রমণটি আয়োজন করে। মালয়েশিয়া এনটিভি দর্শক ফোরামের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণে ক্যামেরুন হাইল্যান্ডভ্রমণটি প্রাণবন্ত করে তুলে। ক্যামেরুন হাইল্যান্ড মালয়েশিয়ার সবচেয়ে জনপ্রিয় পর্যটক গন্তব্যস্থলগুলির মধ্যে একটি। শান্তিপূর্ণ শহরগুলির মাঝে শান্ত পাহাড়ের নীড়ের উপর ১৫০০ মিটার উচ্চতায় অবস্থিত। কুলিং রিসর্ট, চা গাছপালা আর স্ট্রবেরি খামারগুলো এলোমেলো উপত্যকায় এবং মাতাল পাহাড়ের ঢালু জুড়ে আড়াআড়ি ভাবে বেঁকে গেছে। ঠিক যেন ছবির মতো সুন্দর এক মেঘের রাজ্য। এনটিভির দর্শকরা ট্যুরসটি তাদের সেরা ভ্রমণ হিসাবে মন্তব্য করেন।

ক্যামেরুন হাইল্যান্ড ভ্রমণ প্রসঙ্গে মনিকা বলেন, প্রথমে আমি এনটিভি প্রতিষ্ঠা বার্ষিকীতে এনটিভিকে ধন্যবাদ জানাচ্ছি। এনটিভি প্রবাসীদের বিনোদনের জন্য এই ভ্রমণ আয়োজন করেছে সত্যি প্রশংসার যোগ্য। এনটিভি দেশে যেমন জনপ্রিয় প্রবাসেও তেমনি জনপ্রিয়। এফটিএমএস শিক্ষার্থী তাসিকা তাসু বলেন, অনেকদিন পর এনটিভির সৌজন্য একটি সুন্দর ভ্রমণ উপভোগ করলাম। অনেক মজা ফটোশুট করলাম প্রতিষ্ঠা বার্ষিকীতে এনটিভিকে ধন্যবাদ জানাই।

আসাজুজ্জামান মাসুম বলেন, আমার দৃষ্টিকোন থেকে এই ভ্রমণটি আমার কাছে সেরা মনে হচ্ছে। মালয়েশিয়া শিক্ষার্থী মাহমুদুর রহমান জিসান ও তাহমিনা ভূঁইয়া মিনার ও প্রবাসী আসাদুজ্জামান মাসুম ও রিকির ছন্দনিক উপস্থাপনা ভ্রমণটিকে আরো প্রাণবন্ত করে তুলে।

কায়সার হামিদ হান্নান/পিবিএ/বাখ

আরও পড়ুন...