কায়সার হামিদ হান্নান , পিবিএ, মালয়েশিয়া :হাটি হাটি পা পা করে এনটিভি ১৭ বছরে পা রাখলো। বাংলা স্যাটেলাইট টেলিভিশনের মর্ধে অন্যতম একটি টেলিভিশন এনটিভি। সময়ের সাথে আগামীর পথে ত্রই স্লোগান কে বুকে ধারণ করে এনটিভির পথচলা। আর এই প্রতিষ্ঠানের স্বপ্নদ্রষ্টা সফল মিডিয়া ব্যাক্তিত্ব আলহাজ মোসাদ্দেক আলী ফালু আজ সারা বিশ্বে বাঙালি ভাষা ভাষী মানুষের হৃদয় জুড়ে ছড়িয়ে দিয়েছেন বাংলার সংস্কৃতি।
বেসরকারী স্যাটালাইট টিভি চ্যানেল এনটিভির ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রবিবার সন্ধ্যা কুয়ালালামপুরের পাঁচ তারা হোটেল ইন্টারকন্টিনেন্টালে মালয়েশিয়া বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দদের পদচারণায় হোটেল ইন্টারকন্টিনেন্টাল মিলন মেলায় পরিণত হয়।মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (শ্রম ) মোহাম্মদ হেদায়েত মন্ডল এনটিভি মালয়েশিয়া প্রতিনিধি কায়সার হামিদ হান্নান, সাংবাদিক ,প্রকৌশলী ,অধ্যাপক ও শুভাকাঙীদের নিয়ে কেক কাটেন।
এনটিভিকে শুভ কামনা জানিয়ে বক্তব্য রাখেন এনটিভি মালয়েশিয়া প্রতিনিধি কায়সার হামিদ হান্নান ,শেখ আকতার উদদীন আহমেদ,ই.ভি.পি. এন্ড চিফ এক্সিকিউটিভ অফিসার, এনবিএল মালায়েশিয়া ,বাংলাদেশ স্টুডেন্ট ইউনিয়ন মালয়েশিয়ার এর সভাপতি মোহাম্মদ ফয়জুল হক ,প্রবীণ সাংবাদিক গৌতম রায় ,কমিউনিটি নেতা এবং এনটিভির উপদেষ্টা জসিম উদ্দিন চৌধুরী ,মোহাম্মদ মোশারফ হোসেন ,মাহবুব আলম শাহ ,আলহাজ মুকবুল হোসেন মুকুল প্রমুখ। পবিত্র কোরআন তেলোয়াত ও দুই দেশের জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
কোরআনতেলোয়াত করেন হাফেজ মাওলানা একরামুল হক। এই সময় সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের মৃত্যুতে একমিনিট নীরবতা পালন করেন মালয়েশিয়া এনটিভি দর্শকবৃন্দ।
প্রবাসী চিত্র পরিচালক জাফর ফিরোজ ও সেগি ইউনিভার্সিটি শিক্ষার্থী তাহমিনা ভূঁইয়া মিনার প্রাণবন্ত উপস্থাপনায় প্রধান অতিথি হিসাবে এনটিভির শুভ কামনা করে বক্তব্য বলেন মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (শ্রম ) মোহাম্মদ হেদায়েত মন্ডল।
তিনি বলেন এনটিভি একটি জনপ্রিয় বাঙালি স্যাটেলাইট টেলিভিশন। যার সুস্থ বিনোদন আর নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে সারা বিশ্বে জনপ্রিয়তা অর্জন করেছে। এর ধারাবাহিকতার আগামীতে এনটিভি সহায়ক ভূমিকা পালন করবে। আমি আশা করি এনটিভির এই অগ্রযাত্রা ভবিষ্যতে সমৃদ্ধ হবে।
বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দ বলেন দায়িত্বশীল সাংবাদিকতা দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করতে পারে। শুধু বিনোদনই নয়, এনটিভি মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠায় অবিচল থেকে দর্শক-শ্রোতা নন্দিত চ্যানেলে পরিণত হয়েছে। বাংলাদেশের এই জনপ্রিয় চ্যানেলটি আরো এগিয়ে যাবে সামনের দিকে এই আশাবাদ ব্যক্ত করি।এনটিভি শুরু থেকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে দেশে-বিদেশে অগণিত মানুষের জনপ্রিয়তা অর্জন করেছে। ১৭ তম বর্ষপূর্তিতে এনটিভি’র সকল সাংবাদিক, কলাকুশলীর সমন্বয়ে দৃঢ় প্রত্যয়ে তাদের অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে তারা মনে করে।অনুষ্ঠান শেষে সময়ের সাথে আগামীর পথে এনটিভির এই স্লোগান কে আরো সম্প্রসারিত করতে কতৃপক্ষ কে অনুরোধ জানান বক্তারা ।
অনুষ্ঠানে শেষে ঢাকা থেকে আগত মধু হই হই আরে বিষ হাওয়াইলা’ গানের শিশুশিল্পী জাহিদসহ প্রত্যন্ত এলাকার শিল্পীদের প্রাদপ্রদীপের আলোয় তুলে আনা তরুণ প্রজন্মের গায়ক ইমরান হোসেন এর গানে এনটিভির দর্শকরা মুগ্ধ হন। সেই সাথে মামুনের ম্যাজিক উপভোগ করেন আগত অতিথিরা।
পিবিএ/কায়সার/পিবিএ