পিবিএ ডেস্ক: মালয়েশিয়ায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছরে ১১৩ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। জানানো হয়, চলতি বছরের শুরু থেকে আগস্টের ৩ তারিখ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ১১৩ জন মারা গেছেন। গত বছর একই সময়ে ডেঙ্গুতে মৃত্যু হয় ৭০ জনের। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আরো জানানো হয়, এবার ডেঙ্গু আক্রান্তদের ৭০ শতাংশই শহরাঞ্চলের অধিবাসী।
বার্তা সংস্থা রয়টার্স এর প্রতিবেদনে জানানো হয়, ২০১৭-১৮ সালে বিশ্বব্যাপী ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমলেও ২০১৯ সালে এর প্রকোপ বেড়েছে আচমকা। চলতি বছর অস্ট্রেলিয়া, বাংলাদেশ, কম্বোডিয়া, চীন, লাওস, মালয়েশিয়া, ফিলিপিন্স, সিঙ্গাপুর ও ভিয়েতনামে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে।
পিবিএ/এমএসএম