মালয়েশিয়ায় কক্সবাজার জেলা জাতীয়তাবাদী ফোরামের ইফতার মাহফিল

কায়সার হামিদ হান্নান ,মালয়েশিয়া: বিএনপি’র প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮তম মৃত্যুবার্ষিকী, কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা ও পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে মালয়েশিয়াস্থ কক্সবাজার জেলা জাতীয়তাবাদী ফোরাম। শুক্রবার সন্ধ্যায় কুয়ালালামপুরের তিতিওয়াংশা রেস্টুরেন্ট ইরা কর্নারে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

মালয়েশিয়াস্থ কক্সবাজার জেলা জাতীয়তাবাদী ফোরামের সভাপতি ঈমন সাঈদ এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক এম ইরফান ছাদেকী অনুষ্ঠান পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মালয়েশিয়া বিএনপির সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খান।
প্রধান অতিথির বক্তব্য প্রকৌশলী বাদলুর রহমান খান বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সকল মামলা প্রত্যাহার দাবি করেন। তিনি আরো বলেন গণতন্ত্র পূনরুদ্ধার করে জিয়া পরিবার আবারও দেশ পরিচালনা করবে। দেশের উন্নয়ন ও মানব সেবায় জিয়া পরিবারের বিকল্প নাই। তাই সকলকে জিয়া পরিবারের সাথে সুখে-দুঃখে থাকতে হবে। আর বিএনপি তথা জিয়া পরিবারকে আবারও ক্ষমতায় আনতে দলের প্রতিটি নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মালয়েশিয়া বিএনপির সহদপ্তর সম্পাদক একেএম হাবিবুর রহমান শিশির ,কক্সবাজার জেলা সেচ্ছাসেবকদল ধর্মবিষয়ক সম্পাদক ও মালয়েশিয়াস্থ কক্সবাজার জেলা জাতীয়তাবাদী ফোরামের উপদেষ্টা কাজী এহসান উল্লাহ , মালয়েশিয়া যুবদল সাংগঠনিক সম্পাদক আহমেদ সাগর ,সেচ্ছাসেবক দলের সহসাধারণ সম্পাদক কাজী সোহেল মাহমুদ, রায়পুরা উপজেলা যুবদল যুগ্ন সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম শিশু ,কুয়ালালামপুর মহানগর যুবদল সাবেক সহ সভাপতি জাহাঙ্গীর হাওলাদার , বাঁশখালী যুবদল আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক খন্দকার শোয়াইব ,মালয়েশিয়া জাসাস সভাপতি শেখ আসাদুজ্জামান মাসুম , সাধারণ সম্পাদক আল আমিন রাব্বানী , যুবদল নেতা মোজাম্মেল হক প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন, ফোরামের সহ-সভাপতি আবুল মনছুর, সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দীন কাজল ,সহ-সাংগঠনিক সম্পাদক , সাদ্দাম হোসেন জয় ,হিজবুল্লাহ রুবেল,প্রচার সম্পাদক সাদ্দাম কুতুবী , মাহবুব খান , আলমাস , ইসরাক লাবিব , মো:বোরহান ,আযাদ ,শাহাদাত ,আরিফ , মুন্না , সাইফুল , প্রমূখ সহ শতাদিক নেত্রবৃন্দ।
ইফতার পূর্বে কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা, তারেক রহমানের সুস্বাস্থ ও আরাফাত রহমানের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
কোরআন তেলোয়াত ও দোয়া করেন হাফেজ মোহাম্মদ নুর কামাল।

 

পিবিএ/হক

আরও পড়ুন...