মালয়েশিয়ায় কলকাতা অধিবাসীর উদ্যোগে কালচারাল ডান্স এন্ড মিউজিক


কায়সার হামিদ হান্নান, পিবিএ, মালয়েশিয়া: মালয়েশিয়াস্থ কলকাতা অধিবাসীর উদ্যোগে প্রতিবছরের ন্যায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন্ডিয়ান ডাঁন্স এন্ড মিউজিক। আগামী ২৩ জুন রবিবার ২০১৯ ইং কুয়ালালামপুরের কেএল সেন্ট্রালের ব্রিফ ফিল্ড এর শান্তানান্দ টেম্পল অফ আর্টস অডিটোরিয়াম এই প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি ৫টা৩০ মিনিট থেকে ৮টা ৩০ মিনিট পর্যন্ত চলবে।

প্রোগ্রামে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মালয়েশিয়াস্থ ইন্ডিয়ান হাইকমিশনার শ্রী মৃদুল কুমার। আরো উপস্থিত থাকবেন কলিকাতা বাংলার জনপ্রিয় চিত্র পরিচালক দেবাশীষ সেন শর্মা সহ বিশিষ্ট ব্যক্তি বর্গ।

অনুষ্ঠানের ইভেন্ট ম্যানেজার সুচিতা সেন গুপ্ত এই প্রতিবেদক কে জানান আমরা মালেশিয়াস্থ কলিকাতা বাঙলালি প্রতি বছরেই এই অনুষ্ঠানটি করে থাকি। এই আবার মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের আমরা অনুষ্ঠানে যোগ করেছি। এই অনুষ্ঠানের মার্ধমে মালয়েশিয়া বাংলা কৃষ্টি কালচার যেমন তুলে ধরতে পারবো তেমনি বাংলাদেশী এবং বাঙালির মর্ধে একটা সেতু বন্ধন তৈরী হবে। তাই আমরা এই অনুষ্ঠানের মার্ধমে একটা সোহার্দ্য পুন্য সম্পর্ক তৈরী করতে চাই।

অনুষ্ঠানটি আয়োজন করেন মালয়েশিয়া স্বনাধন্য বিদ্যাপীঠ মানিপাল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

পিবিএ/কেএইচএইচ/জেডআই

আরও পড়ুন...