কায়সার হামিদ হান্নান ,পিবিএ, মালয়েশিয়া: মালয়েশিয়াস্থ কলকাতা অভিবাসীর উদ্যোগে প্রতিবছরের ন্যায় গত ২৩ জুন রোববার কুয়ালালামপুরের কেএল সেন্টারের ব্রিফ ফিল্ড এর শান্তানান্দ টেম্পল অফ আর্টস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়ে গেলো ইন্ডিয়ান ডাঁন্স এন্ড মিউজিক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মালয়েশিয়াস্থ ইন্ডিয়ান হাইকমিশনার শ্রী মৃদুল কুমার।
আরো উপস্থিত ছিলেন ইন্ডিয়ান হাইকমিশনারের সহধর্মিনী ড. সেন গুপ্তা কলকাতা বাংলার জনপ্রিয় চিত্র পরিচালক দেবাশীষ সেন শর্মা , মানিপাল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এডভাইজার এন্ড
ভাইস চেনসোলার ভারত বাসুদেবান ,সূচিতা সেন গুপ্ত সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি আয়োজন করেন মালয়েশিয়ার স্বনাধন্য বিদ্যাপীঠ মানিপাল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
পিবিএ/হান্নান/জেডআই