মালয়েশিয়ায় জাতীয় শ্রমিক লীগের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন


পিবিএ, মালয়েশিয়া : জাতীয় শ্রমিকলীগে’র মালয়েশিয়া শাখার উদ্যোগে দলটির ৫০তম রজত জয়ন্তী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কুয়ালালামপুরের অদুরে ওয়ান সাউথে সংগঠনের সাধারণ সম্পাদক শাহ আলম হাওলাদারের সঞ্চালনায়, সভাপতি নাজমুল ইসলাম বাবুলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ও প্রধান বক্তা হিসাবে ছিলেন, সংগঠনের উপদেষ্ঠা মকবুল হোসেন মুকুল ও কামারুজ্জামান কামাল ।

বিশেষ অতিথি হিসাবে ছিলেন, বাংলাদেশ হাইকমিশনের শ্রম শাখার প্রথম সচিব হেদায়েতুল ইসলাম মন্ডল, কৃষকলীগের কেন্দ্রীয় যুগ্ন-সাধারণ সম্পাদক রেজাউল করিম, গোপালগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ সাহাবুদ্দিন হিটু, দাতু আক্তার হোসেন ,মুক্তিযোদ্ধা শওকত হোসেন পান্না, মামা সাংস্কৃতিক শিল্প গোষ্ঠির প্রতিষ্ঠাতা এমদাদুল হক সবুজ, আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান হাবিব, ব্রাউন সোহেল, মার্শাল পাভেল, শ্রমিকলীগের সিনিয়র সহ-সভাপতি মো: সেলিমসহ অনেকে।

এসময় আরো উপস্থিত ছিলেন যুবলীগের এম এ রনি, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বিএম বাবুল হাসান, সিনিয়র সহ-সভাপতি জালাল উদ্দিন সেলিম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তারিকুজ্জামান মিতুল, ছাত্রলীগের রিপনসহ অনেকে।

এসময় শ্রমিকলীগের সহ-সভাপতি জাকির হোসেন, মো: আলম, সুভাষ চন্দ্র, যুগ্ন-সাধারণ সম্পাদক মো: সেলিম, আনোয়ার হোসেন টবলু, ইমন মহিউদ্দিন, মেহেদি হাসান সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক গোলাম মোর্শেদ, দপ্তর সম্পাদক বাপ্পি দাস, জোহর প্রাদেশিক শ্রমিকলীগের সভাপতি হাসান মিনাসহ সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দেশের উন্নয়নের প্রধান হাতিয়ার হচ্ছে মেহনতী শ্রমিকরা। শ্রমিকদের জীবন মান উন্নয়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা প্রতিষ্ঠায় শ্রমিকদের অবদান অনস্বীকার্য।

তারা আরও বলেন বঙ্গবন্ধুর সোনার বাংলাকে উন্নয়নের মডেল করতে হলে শেখ হাসিনার বিকল্প নেই।শ্রমিকরাই হলো আমাদের দেশের অন্যতম চালিকা শক্তি। তাদের প্রতি বিশেষ নজর রেখে সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এক্ষেত্রে সকলকে এক হয়ে শ্রমিক লীগের আদর্শ ও নীতিকে বাস্তবায়ন করে সামনে এগিয়ে যেতে হবে।আগামীর বাংলাদেশ হবে পৃথীবির বিস্ময় আর সে লক্ষে কাজ করছে, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার হাতকে শক্তিশালি করতে অপশক্তি রুখে দেয়ার আহ্বান জানান, তারা।

পিবিএ/ কায়সার হামিদ হান্নান/জেডআই

আরও পড়ুন...