মালয়েশিয়ায় জাসাসের ইফতার মাহফিল

পিবিএ, মালয়েশিয়া: বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা জাসাস মালয়েশিয়া শাখার উদ্যেগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় কুয়ালালামপুরের বুকিটবিনতানের অভিজাত রেস্টুরেন্ট রসনা বিলাসে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
মো: আল আমিন রাব্বানীর অনুষ্ঠান পরিচালনায় শেখ আসাদুজ্জামান মাসুমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়া বিএনপির সহ স্থানীয় ও সমবায় বিষয়ক সম্পাদক ও যুবদলের সিনিয়র সহ সভাপতি মো:মন্জু খা।


বিশেষ অতিথি ছিলেন কুয়ালালামপুর মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি মো: জাহাঙ্গীর হোসেন ,যুব নেতা নাজমুল হোসেন , মালয়েশিয়া মুক্তিযোদ্ধা প্রজন্মদলের সহ সভাপতি আব্দুল জলিল ,কুয়ালালামপুর মহানগর যুবদলের সিনিয়র সহ সভাপতি শেখ লিটন রহমান , ড.মোশাররফ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো: বেলাল উদ্দীন , কুয়ালালামপুর মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক ও মালয়েশিয়াস্থ কক্সবাজার জেলা জাতীয়তাবাদী ফোরামের সভাপতি ইমন সাঈদ , বিএসইউএম সাবেক সভাপতি রবিউল ইসলাম , গোমবাক যুবদল সভাপতি শামীম আহেমদ , কুয়ালালামপুর মহানগর যুবদল আপ্যায়ন বিষয়ক সম্পাদক ইসমাইল , মিড়িয়া ব্যক্তিত্ব আল মুনতাসিম বিল্লাহ নাহিদ। বক্তব্য রাখেন জাসাস মালয়েশিয়া শাখার নেতৃবন্দের মধ্যে বাবু , হুমাইয়ুন , মেহেদি হাসান , সালাহউদ্দীন কাজল ,মাহবুব খান ,এমরাজ , লাবিব, রুবেল মোবারক , সানি প্রমুখ সহ আরও অনেকেই।

প্রধান অতিথির বক্তব্য মো:মন্জু খা বলেন, বেগম খালেদা জিয়াকে কারাবন্দী করা হয়েছে অন্যায়ভাবে অসত্য মামলায়। দেশে এখন এক শ্বাসরুদ্ধকর অবস্থা। মিডনাইট নির্বাচনের পর শাসকগোষ্ঠী আরও বেশি বেপরোয়া হয়ে এক দু:শাসনের বৃত্তে জনগণকে আটকে রেখেছে। চারিদিকে শুধু হাহাকার ও দীর্ঘশ্বাসের শব্দ শোনা যায়। এই নৈরাজ্যকর অবস্থা চলতে পারে না। আওয়ামী লীগের ঐতিহ্যে বহুদলীয় গণতন্ত্রের কোন অস্তিত্ব নেই। জাতিকে বন্দীদশা থেকে মুক্ত করতে খালেদা জিয়াকে এই মূহুর্তে মুক্তি দিতে হবে। অন্যথায় সরকারকে জনরোষের মুখোমুখি হয়ে যবনিকার অন্তরালে চলে যেতে হবে। তাই জাসাসের পক্ষ থেকে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করেন।

পরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে শহীদ জিয়াউর রাহমানের আত্মার মাগফেরাত কামনা ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

পিবিএ/হক

আরও পড়ুন...