মালয়েশিয়ায় জিওমেটিকা ইউনিভার্সিটি এন্ড কলেজের উদ্যেগে ইফতার ও মিলাদ মাহফিল


কায়সার হামিদ হান্নান ,পিবিএ, মালয়েশিয়া: মালয়েশিয়ায় জিওমেটিকা ইউনিভার্সিটি’র ইফতার মালয়েশিয়া স্বনামধন্য ইউনিভার্সিটি এন্ড কলেজ জিওমেটিকার উদ্যেগে ইফতার ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার কুয়ালালামপুরের ওয়াংশা মাজুতে হার্দ্রামাত রেস্টুরেন্ট এই মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

মালয়েশিয়ায় জিওমেটিকা ইউনিভার্সিটি’র ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্ট ডিরেক্টর সহকারী অধ্যাপক মমিনুল ইসলাম মমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট প্রফেসর এস আর ডঃ মোহাইজি বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে অধ্যায়নরত পিএইচডি গবেষক শায়েখ মিজানুর রহমান আজহারী সাহেব। তিনি ইফতার পূর্বে কোরআন তাফসির ও মানব জীবনের ইসলামের তাৎপর্য নিয়ে আলোচনা করেন।

পরে বাংলাদেশসহ সমগ্র মুসলিম উম্মাহর সুখ ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। বিশেষ অবদানের জন্য জিওমেটিকা ইউনিভার্সিটি এন্ড কলেজ ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্টের ডিরেক্টর সহকারী প্রফেসর মমিনুল ইসলাম মমিন কে সম্মান সূচক ক্রেস্ট প্রদান করা।

পিবিএ/কেএইচএইচ/জেডআই

আরও পড়ুন...